ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নির্বাচনের মাঠে নায়ক ফারুকের প্রতিদ্বন্দ্বী তারা

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ১০ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্বাচনের মাঠে নায়ক ফারুকের প্রতিদ্বন্দ্বী তারা

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক, পরিচালক, প্রযোজক একাধিক পরিচয়ে পরিচিত তিনি। সব ছাপিয়ে ভক্তদের কাছে তার বড় পরিচয় তিনি ‘মিয়া ভাই’। এবার ভোটারের মন জয় করতে মাঠে নেমেছেন তিনি। কারণ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে লড়বেন ফারুক। এ আসনে কে কে তার প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের নামও এরই মধ্যে ঘোষণা করা হয়েছে।

ঢাকা-১৭ আসনে নায়ক ফারুক ছাড়াও রয়েছেন-জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, ধানের শীষ প্রতীক নিয়ে আন্দালিব রহমান পার্থ, সিংহ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাজমুল হুদাসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নায়ক ফারুক স্কুল জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলনে যোগ দেন। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহভাজন ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে চলচ্চিত্রে অভিনয়ের জন্য অনুপ্রাণিত করেছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১০ ডিসেম্বর ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়