ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

দেলদুয়ারে ভাইদের টেঁটাযুদ্ধে নিহত ১, আহত ৪

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০০, ১৬ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেলদুয়ারে ভাইদের টেঁটাযুদ্ধে নিহত ১, আহত ৪

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নের সানবাড়ি এলাকায় চার ভাই ও তাদের পরিবারের লোকজনের মধ্যে টেঁটাযুদ্ধে বাদল মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় টেঁটা বিদ্ধ হয়ে আহত হয়েছেন আরো চারজন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাদল সানবাড়ি এলাকার মইনা মিয়ার ছেলে।

আহতরা হচ্ছেন- উপজেলার তেরিয়া গোনা গ্রামের সুরুজ আলী, মনির, শহিদুল ও দেলদুয়ার সদর উপজেলার নজরুল।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম জানান, সম্প্রতি জমিতে সেচ দেওয়া শ্যালো মেশিন নিয়ে তারা মিয়া ও আনু মিয়া নামের দুই ভাইয়ের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এ নিয়ে বুধবার সকালে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে হঠাৎ তাদের মধ্যে ফের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অপর দুই ভাইও এর মধ্যে জড়িয়ে পড়েন। পরে চার ভাই ও তাদের পরিবারের লোকজন টেঁটাযুদ্ধে জড়িয়ে পড়েন। এতে টেঁটা বিদ্ধ হয়ে পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে বাদল মিয়া নামের এক ভাই মারা যান। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।



রাইজিংবিডি/টাঙ্গাইল/১৬ জানুয়ারি ২০১৯/শাহরিয়ার সিফাত/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়