ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাংলাদেশের গৌরব তুলে ধরতে হবে : বিমানমন্ত্রী

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ১৮ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশের গৌরব তুলে ধরতে হবে : বিমানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পাহাড়, নদী, সমুদ্র, সমতলবেষ্টিত পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের যেমন লীলাভূমি তেমনি ৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র মহান মুক্তিযুদ্ধ এ ভূখণ্ডের মানুষকে দিয়েছে অনন্য মহিমা। বাংলাদেশের এমন সৌরভ ও গৌরবের কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে। এর মধ্যদিয়ে বাংলাদেশকে একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে।

বুধবার বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বিমানমন্ত্রী বলেন, পয়লা বৈশাখ, ২১ ফেব্রুয়ারি, একুশে বইমেলা, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বরের জনস্রোতকে ট্যুরিস্ট প্রোডাক্টে পরিণত করতে সরকার বিভিন্ন প্রচার চালাচ্ছে। বিশ্বব্যাপী বাংলাদেশকে ছড়িয়ে দিতে তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

বিটিবির সিইও ড. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় মোটরবাইকে পশ্চিমবঙ্গ ভ্রমণকারী বাংলাদেশের পর্যটক দম্পতি আলমগীর আহমেদ চৌধুরী ও চৌধুরানী দিপালী আহমেদ তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।



রাইজিংবিডি/ঢাকা/১৮ অক্টোবর ২০১৭/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়