ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বইমেলায় নতুন কাব্যগ্রন্থ ‘গন্তব্যপথ ও কিছু সঙ্গী’

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪১, ১৬ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় নতুন কাব্যগ্রন্থ ‘গন্তব্যপথ ও কিছু সঙ্গী’

ডেস্ক রিপোর্ট : অমর একুশে বইমেলায় (২০১৮) প্রকাশিত হয়েছে কবি রওশন হাসানের নতুন কাব্যগ্রন্থ ‘গন্তব্যপথ ও কিছু সঙ্গী’।

বইটি প্রকাশ করেছে সূচীপত্র প্রকাশনী। বইটির  প্রচ্ছদ করেছেন বিপ্লব বিপ্রদাস। দাম রাখা হয়েছে ২৫০ টাকা।

‘গন্তব্যপথ ও কিছু সঙ্গী’ গ্রন্থটি সম্পর্কে রওশন হাসান জানিয়েছেন, এই গ্রন্থে ১০০টি মৌলিক কবিতা রয়েছে। কবিতার প্রসঙ্গ হচ্ছে প্রেম, দেশপ্রেম, বিচ্ছেদ, গৃহকাতরতা, উদাসীনতা, অকারণ উচ্ছ্বাস, একাকীত্ব বোধ, মনস্তাত্ত্বিক সংকট, সূক্ষ্ম জীবনীশক্তি প্রভৃতি। গদ্য ভঙ্গির কবিতায় রয়েছে নিষ্কন্টক মসৃণতা, কবিতার নির্মাণ ও বৈচিত্র্যতা।



রাইজিংবিডি/ঢাকা/১৬ ফেব্রুয়ারি ২০১৮/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়