ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বইমেলায় নতুন গল্পগ্রন্থ ‘পাণ্ডুলিপি করে আয়োজন’

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫১, ২১ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় নতুন গল্পগ্রন্থ ‘পাণ্ডুলিপি করে আয়োজন’

ডেস্ক রিপোর্ট : এবারের একুশে বইমেলায় (২০১৮) প্রকাশিত হয়েছে গল্পকার মাসউদ আহমাদের নতুন গল্পগ্রন্থ ‘পাণ্ডুলিপি করে আয়োজন’।

বইটি প্রকাশ করেছে সময় প্রকাশন। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। ১১৬ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ২০০ টাকা।

বইটি সম্পর্কে মাসউদ আহমাদ জানিয়েছেন, বইটিতে ১০টি গল্প আছে। নামগল্পটি ২০১৭ সালে বেরিয়েছিল কলকাতার দেশ পত্রিকায়, জীবনানন্দ দাশের জন্মদিনে এবং গল্পটি তাকে নিয়েই লেখা। বইটিতে নগর ঢাকার প্রেম ও দিনযাপনের গ্লানি, গোপন দীর্ঘশ্বাস ও লাবণ্যের রেণু নিয়ে যেমন গল্প আছে, বুদ্ধদেব বসুর ঢাকার জীবনের রেখাচিত্র জীবন্ত হয়ে ধরা দিয়েছে একটি গল্পে। জীবনানন্দ-পত্নী লাবণ্য দাশকে নিয়ে ‘আয়না ভাঙার পর’ নামে একটি দীর্ঘগল্পও আছে বইয়ে।



রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৮/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়