ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বইমেলায় মামুন রশীদের দুটি বই

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৩, ২৭ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় মামুন রশীদের দুটি বই

ডেস্ক রিপোর্ট : এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে মামুন রশীদের দুটি বই। প্রথম অনুবাদ কবিতার বই ‘মরক্কোর সমকালীন কবিতা’। মরক্কোর সমকালীন ছয়জন কবির কবিতা স্থান পেয়েছে বইটিতে। বইটি প্রকাশ করেছে বেহুলাবাংলা প্রকাশনী।

এছাড়া ভাষা প্রকাশ থেকে প্রকাশ পেয়েছে জীবনী গ্রন্থমালা সিরিজের বই ‘বেগম রোকেয়া।

মামুন রশীদ সাহিত্যের নানা শাখায় কাজ করলেও মূলত কবি। সাহিত্যের সঙ্গে সম্পর্ক দুই দশকেরও বেশি। ইতোপূর্বে তার প্রকাশিত গদ্য-পদ্য মিলিয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা পনেরটি। তিনি ‘দ্বিবাচ্য’ নামে সাহিত্যের একটি ছোট কাগজ সম্পাদনা করেন। এছাড়া যৌথভাবে সম্পাদনা করেন ছোটদের কাগজ ‘ভূতটুস’।



রাইজিংবিডি/ঢাকা/২৭ ফেব্রুয়ারি ২০১৮/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়