ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কম্পিউটার শিখতে চান শতবর্ষী বৃদ্ধা

শাহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩১, ১০ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কম্পিউটার শিখতে চান শতবর্ষী বৃদ্ধা

শাহিদুল ইসলাম : বয়স একশ ছুঁইছুঁই। বয়সের ভারে নুইয়ে পড়েছে দেহ। অন্যের সাহায্য ছাড়া চলতেই পারেন না। দৃষ্টি ও শ্রবণ শক্তি কোনোটাই আর আগের মতো নেই। তবে শরীরের সব অঙ্গের জোর কমলেও মনের জোর একটুও কমেনি ৯৬ বছর বয়সি এই বৃদ্ধার। শুধুমাত্র মনের জোরেই বয়সকে স্রেফ একটি সংখ্যা বানিয়ে ফেলেছেন তিনি। এখন শিখতে চান কম্পিউটার।

বলছি ভারতের তেলেঙ্গনা রাজ্যের কার্থাইয়ানি আম্মার কথা। কিছুদিন আগে রাজ্য সরকারের গণ সাক্ষরতা কর্মসূচির আওতায় তিনি শতকরা আটানব্বই নাম্বার পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। এবার ইচ্ছা কম্পিউটার শিখবেন। কিছুদিন আগে রাজ্য সরকারের কাছে নিজের এই ইচ্ছার কথা জানান তিনি।

আশীতিপর এই বৃদ্ধার ইচ্ছায় সাড়া দিয়েছে রাজ্য সরকার। দীপাবলির অনুষ্ঠানে রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী অধ্যাপক সি রবীন্দ্রনাথ বৃদ্ধার হাতে একটি নতুন ল্যাপটপ তুলে দেন।

বৃদ্ধার এক আত্মীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘তার স্বপ্ন অনেক বড়। তিনি কম্পিউটারের আদ্যপান্ত শিখতে চান। এছাড়া তিনি সামনে দশম শ্রেণির পরীক্ষাতেও পাশ করতে চান।’




রাইজিংবিডি/ঢাকা/১০ নভেম্বর ২০১৮/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়