ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিএসএমএমইউর ল্যান বিষয়ে চুক্তি সম্পাদিত

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ৩০ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএসএমএমইউর ল্যান বিষয়ে চুক্তি সম্পাদিত

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর লোকাল এরিয়া নেটওয়ার্ক (ল্যান) বিষয়ে ফ্লোরা লিমিটেডের সঙ্গে একটি চুক্তি সম্পাদিত হয়েছে। বিএসএমএমইউর পক্ষে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল।

এতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন এ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. গাজী শামীম হাসান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, পরিচালক (মানবসম্পদ) ডা. মো. জামাল উদ্দিন খলিফা, পরিচালক (আইটি) এ আর আজিমুল হক রায়হান, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মো. হারিসুল হক, চিফ এস্টেট অফিসার ডা. এ কে এম শরীফুল ইসলাম, উপ- রেজিস্ট্রার ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, সহকারী ইঞ্জিনিয়ার মো. মাহমুদুল কাদের প্রমুখ।

কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারিবিষয়ক কর্মশালা
শিশুসহ শ্রবণ প্রতিবন্ধীদের চিকিৎসার জন্য দিনব্যাপী ষষ্ঠ কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন এ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। একইসঙ্গে তিনি দুই দিনব্যাপী সপ্তম কক্লিয়ার ইমপ্ল্যান্ট অডিওলজিবিষয়ক কর্মশালারও উদ্বোধন করেন।

কক্লিয়ার ইমপ্লান্ট প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোর্স ডিরেক্টর নাক, কান ও গলা বিভাগের অধ্যাপক ডা. মো. আবুল হাসনাত জোয়ারদার, বিদেশি ফ্যাকাল্টি ডা. এম ভি কির্তনে, এ বিশ্ববিদ্যালয়ের নাক, কান ও গলা বিভাগের অধ্যাপক ডা. এ এইচ এম জহিরুল হক সাচ্চু, অধ্যাপক ডা. নাসিমা আক্তার, অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক ডা. কানু লাল সাহা ও ডা. অসীম কুমার বিশ্বাস প্রমুখ।
 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ ডিসেম্বর ২০১৭/সাওন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়