ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হোমিওপ্যাথি চিকিৎসাকে জনপ্রিয় করা হবে

কেএমএ হাসনাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৪, ১০ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হোমিওপ্যাথি চিকিৎসাকে জনপ্রিয় করা হবে

বিশেষ প্রতিবেদক : চিকিৎসা ক্ষেত্রে হোমিওপ্যাথি ব্যবস্থাকে জনপ্রিয় এবং সাধারন মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে আমিরুল ইসলাম এবং এমদাদুল হক নামের দুজন হোমিওপ্যাথি গবেষক দেখা করেন। তারা অর্থমন্ত্রীর হাতে হোমিওপ্যাথি চিকিৎসার জনক বলে খ্যাত ক্রিস্টিয়ান ফেডরিক স্যামুয়েল হ্যানিমান এবং অন্যান্য লেখকের কিছু বই তুলে দেন।

হোমিও গবেষক আমিরুল ইসলাম দেশে হোমিও চিকিৎসার সুযোগ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি আগামী মার্চে ঢাকায় আন্তর্জাতিক হোমিও মেলা আয়োজনের বিষয় নিয়ে কথা বলেন।



অর্থমন্ত্রী বলেন, ‘হোমিও চিকিৎসা অনেক সহজলভ্য। হোমিও ওষুধ দামে কম কিন্তু খুবই কার্যকর। একসময় আমাদের দেশে হোমিও ওষুধের ব্যাপক জনপ্রিয়তা ছিল। বর্তমান সময়ে এ চিকিৎসা ব্যবস্থাকে আরো জনপ্রিয় করা প্রয়োজন। এ বিষয়ে কার্যকর কিছু করা যায় কিনা সে বিষয়ে ভেবে দেখা হবে।



রাইজিংবিডি/ঢাকা/১০ জানুয়ারি ২০১৮/হাসনাত/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়