ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিএসএমএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবসে র‌্যালি

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ১১ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএসএমএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবসে র‌্যালি

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পারকিনসন্স দিবস উপলক্ষে র‌্যালি বের হয়।

বুধবার বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বের হয়ে র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা.  কনক কান্তি বড়ুয়া। আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, নিউরোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ কে এম আনিসুল হক, বিশিষ্ট নিউরোলজিস্ট ও জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ডা. ফিরোজ আহম্মদ কোরাইশি, এ বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, নিউরোলজি বিভাগের অধ্যাপক ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবু নাসার রিজভী, নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, অধ্যাপক ডা. হাসান জাহিদুর রহমান, অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান ভূঁইয়া, সহযোগী অধ্যাপক ডা. আব্দুল কাদের শেখ, সহযোগী অধ্যাপক ও এ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডা. মো. আহসান হাবীব হেলাল, সহযোগী অধ্যাপক ডা. শেখ মো.  মাহাবুব আলম, সহযোগী অধ্যাপক সুভাষ কান্তি দে, সহযোগী অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ, সহকারী অধ্যাপক ডা. আনিস আহমেদ, সহকারী অধ্যাপক মাসুদা রানা, নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও এ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডা. মো. রেজাউল আমিন প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১১ এপ্রিল ২০১৮/সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়