ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বিএসএমএমইউতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১০, ১৪ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএসএমএমইউতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : পয়লা বৈশাখ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শনিবার ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ বিশ্ববিদ্যালয়ের ১ নং ফটকের সামনে এ কর্মসূচির আয়োজন করে। রক্তদানের পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। এ সময় বিশবিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১৪ এপ্রিল ২০১৮/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়