ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিএসএমএমইউর ৪২৮ কোটি টাকার বাজেট ঘোষণা

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৪, ২ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএসএমএমইউর ৪২৮ কোটি টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ২০১৮-১৯ অর্থবছরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জন্য ৪২৮ কোটি ২১ লাখ ১০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত অর্থবছর (২০১৭-২০১৮) বাজেট ছিল ৩৬৭ কোটি ৪০ লাখ টাকা ৫৮ হাজার (সংশোধিত)। বাজেট ‍বৃদ্ধির হার ১৬.৫৫ শতাংশ।

সোমবার বিশ্ববিদ্যায়ের বি ব্লকের নিচ তলায় ডা. মিল্টন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেট সম্পর্কিত এ তথ্য তুলে ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল।

৪২৮ কোটি ২১ লাখ ১০ হাজার টাকার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুদান ১৯২ কোটি টাকা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে বরাদ্দ ১০৫ কোটি ৬০ লাখ টাকা, বিশ্ববিদ্যালয় নিজস্ব আয় ৩১ কোটি টাকা এবং ঘাটতি ৯৯ কোটি ৬১ লাখ ১০ হাজার টাকা। বাজেটে বেতন ১২২ কোটি ১ লাখ ৫৪ হাজার টাকা (২৮.৪৯%), ভাতা ১০১ কোটি ২৭ লাখ ৫৬ হাজার টাকা (২৩.৬৫%) সরবরাহ এবং সেবা ৯৯ কোটি ৬৯ লাখ (২৩.২৮%), মেরামত সংরক্ষণ ও পুনর্বাসন ২৪ কোটি ১২ লাখ টাকা (৫.৬৩%), পেনশন মঞ্জুরি ১৮ কোটি ৩১ লাখ টাকা (৪.২৮%), গবেষণা মঞ্জুরি ৮০ লাখ টাকা (০.১৯%), মূলধন মঞ্জুরি ৬২ কোটি (১৪.৪৮%) টাকা ব্যয় ধরা হয়েছে।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল আরো বলেন, ২০১৭-১৮ অর্থবছরের গবেষণা খাতে ৭ কোটি ৯৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছিল। চলতি অর্থবছরে গবেষণা বাবদ ১০ কোটি ৯৫ লাখ বরাদ্দ ধরা হয়েছে।

উন্নয়ন বাজেট প্রসঙ্গে তিনি বলেন- ১. সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ প্রকল্পে এক্সিম ব্যাংক অব কোরিয়ার সহায়তায় ১৩৬৬ কোটি ৩৩ লাখ ৭২ হাজার টাকা ব্যয়ে ১০০০ বেডের হাসপাতাল নির্মাণ কাজ চলমান। ২. বৈদেশিক সহায়তায় পরিচালিত ৬টি প্রকল্পে ২০১৭-১৮ অর্থবছরে ৬ কোটি ৪৯ লাখ ৮১ হাজার টাকা ব্যয় হয়েছে এবং ২০১৮-১৯ অর্থবছরে বৈদেশিক প্রকল্পে ৩ কোটি ৮২ লাখ ৯৬ হাজার টাকা প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে। ৩. বাংলাদেশ সরকারের সহায়তায় ৬টি প্রকল্পে ২০১৭-১৮ অর্থবছরে ৭২ কোটি ৪৫ লাখ ৮৩ হাজার টাকা ব্যয় হয়েছে এবং ২০১৮-১৯ অর্থবছরে বৈদেশিক প্রকল্পে ১০ কোটি ৭৩ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। ৪. বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতায় ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) প্রকল্পে ২০১৭-১৮ অর্থছরে ৮৯ লাখ ৩ হাজার টাকা খরচ হয়েছে এবং ২০১৮-১৯ অর্থবছরে ১ কোটি ২ লাখ ৬২ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।

সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান প্রমুখ।

উল্লেখ্য, গত ৩০ জুন শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৭১তম সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে ২০১৭-১৮ অর্থবছরের সংশোধিত এবং ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেট অনুমোদিত হয়। ওই সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। সিন্ডিকেট সভায় বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল।




রাইজিংবিডি/ঢাকা/২ জুলাই ২০১৮/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়