ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঢামেকে ফ্রি চিকিৎসা, রোগীদের বিশেষ খাবার

বুলবুল চৌধুরী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ১৭ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢামেকে ফ্রি চিকিৎসা, রোগীদের বিশেষ খাবার

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে দিনভর নানা কর্মসূচি পালন করেছে কর্তৃপক্ষ।

রোববার বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে হাসপাতালে নানা আয়োজন করা হয়। এর মধ্যে সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত হাসপাতালে বহির বিভাগসহ রোগীদের সম্পূর্ণ ফ্রি চিকিৎসা, প্যাথলজি বিভাগের কিছু পরীক্ষা ফ্রি করানো হয়।

এছাড়া সকালে হাসপাতালে সভাকক্ষে কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।

দিনের কর্মসূচির অংশ হিসেবে হাসপাতালে রোগীদের মাঝে বিশেষ খাবার দেওয়া হয়। খাবারের মধ্যে ছিল পোলাও, রোস্ট, মুরগির রেজালা ডিমের কোরমাসহ মিষ্টি। এছাড়া শিশু ওয়ার্ডগুলোতে সুসজ্জিত করা হয়েছে। প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর বিভিন্ন ফেস্টুন ব্যানার প্রদর্শন করা হয়েছে। তাতে লেখা রয়েছে খুশির দিন সুখের দিন বঙ্গবন্ধুর জন্মদিন।

এদিকে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (ঢামেক শাখার) কর্মকর্তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ঢামেক জরুরি বিভাগে তাদের কার্যালয় জন্মদিন উপলক্ষে কেক কাটা ও পথ শিশুদের খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়।



রাইজিংবিডি/ঢাকা/১৭ মার্চ ২০১৯/বুলবুল চৌধুরী/নূর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়