ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বিএসএমএমইউ’র গাইনোকোলজি বিভাগে বৈজ্ঞানিক সেমিনার

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩০, ১৮ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএসএমএমইউ’র গাইনোকোলজি বিভাগে বৈজ্ঞানিক সেমিনার

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অবসটেট্রিকস অ্যান্ড গাইনোকোলজি বিভাগে এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে ‘সায়েন্টিফিক সেমিনার অন পলিসিসটিক ওভারিয়ান সিনড্রম : এ রাইজিং প্রোবলেম-টাইম টু এ্যাড্রেস ইউনিক হেলথকেয়ার ইন পিসিওএস’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার।

এতে সভাপতিত্ব করেন অবসটেট্রিকস অ্যান্ড গাইনোকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. তৃপ্তি রাণী দাস। বৈজ্ঞানিক সেমিনারে অবসটেট্রিকস অ্যান্ড গাইনোকোলজি বিভাগের শিক্ষক, চিকিৎসক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।




রাইজিংবিডি/ঢাকা/১৮ এপ্রিল ২০১৯/সাওন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়