ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চিকিৎসক নিয়োগের মৌখিক পরীক্ষা স্থগিত

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৫, ১১ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চিকিৎসক নিয়োগের মৌখিক পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক নিয়োগের মৌখিক পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক  এবিএম আব্দুল হান্নান স্বাক্ষতির এক অফিস আদেশে বলা হয়েছে, মেডিক্যাল অফিসার ও মেডিক্যাল অফিসার (ডেন্টাল সার্জারি) পদে নিয়োগের মৌখিক পরীক্ষার কার্যক্রম অনিবার্য কারণে কর্তৃপক্ষের নির্শেক্রমে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হল।

তবে এর আগে পরীক্ষা বাতিলের দাবির আন্দোলনের মধ্যে সোমবার মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হয়।



তার আগে রোববার আন্দোলনকারীরা উপাচার্য কনক কান্তি বড়ুয়ার কক্ষে তার সঙ্গে দেখা করতে যান। সেখানে দায়িত্বরত আনসার সদস্যরা চিকিৎসকদের বাধা দেন। তা সত্ত্বেও চিকিৎসকরা উপাচার্যের সঙ্গে দেখা করার বিষয়ে অনড় থাকলে একপর্যায়ে আনসার সদস্যরা তাদের মারধর করেন, ধাক্কাধাক্কি করে বের করে দেন। এরপর থেকে অনশন শুরু করে আন্দোলনকারী চিকিৎসকরা।



২০০টি মেডিক্যাল অফিসারের পদে ২০১৭ সালের সেপ্টেম্বরে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় বিএসএমএইউ কর্তৃপক্ষ। এর মধ্যে ১৮০ জন এমবিবিএস ও ২০ জন বিডিএস চিকিৎসক চাওয়া হয়। প্রথম দফায় নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হলেও সেটি পিছিয়ে ২০১৮ সালের সেপ্টেম্বরে পরীক্ষার দিন ঠিক করা হয়। পরীক্ষা নেওয়ার জন্য প্রশ্নপত্রও ছাপানো হয়। কিন্তু অনিবার্য কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে। নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হওয়ার দেড় বছর পর গত ২২ মার্চ সেই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১২ মে ফলাফল প্রকাশ করা হয়।



রাইজিংবিডি/ঢাকা/১১ জুন ২০১৯/সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়