ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আফগানিস্তানে দুই পাকিস্তানি কূটনীতিক নিখোঁজ

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ১৮ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আফগানিস্তানে দুই পাকিস্তানি কূটনীতিক নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে পাকিস্তানের কনস্যুলেট জেনারেলের কার্যালয়ে নিযুক্ত দুই কূটনীতিক নিখোঁজ হয়েছেন।

রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর ডন অনলাইনের।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, ১৬ জুন জালালাবাদ থেকে পাকিস্তানের উদ্দেশে আসার পথে নিখোঁজ হন তাদের দুই কূটনীতিক।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিজ জাকারিয়া এক বিবৃতিতে জানিয়েছেন, আফগান কর্তৃপক্ষের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখছে ইসলামাবাদ এবং কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত ও অবিলম্বে তাদের উদ্ধার করার বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ চলছে।

বিবৃতিতে আরো বলা হয়, কূটনীতিকদের উদ্ধারে যা করা প্রয়োজন, তা করতে আফগান সরকারকে অনুরোধ জানিয়েছে পাকিস্তান। এ ধরনের হীন অপরাধের সঙ্গে যুক্ত সন্ত্রাসীদের বিচারের আওতায় আনারও অনুরোধ করা হয়েছে। আফগান সরকার কূটনীতিকদের সন্ধান ও উদ্ধার তৎপরতায় সহযোগিতা করছে বলে জানিয়েছে পাকিস্তান।

নিখোঁজ কূটনীতিকদের উদ্ধারে তিনটি কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে বিবৃতিতে। কূটনীতিকদের নিখোঁজ হওয়ার পেছনে কাদের হাত থাকতে পারে, সে সম্পর্কে বিবৃতিতে কিছু জানানো হয়নি। তবে সাধারণত এ ধরনের কাজ করে থাকে আফগান জঙ্গিরা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ জুন ২০১৭/রাসেল পারভেজ 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়