ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গাজায় হামাসের ঘাঁটিতে ইসরায়েলের হামলা

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৩, ২৪ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাজায় হামাসের ঘাঁটিতে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকার দক্ষিণে ফিলিস্তিনি সংগঠন হামাসের একটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার ট্যাংক দিয়ে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘গাজার দক্ষিণে হামাসের একটি চৌকিতে ট্যাংক দিয়ে হামলা চালানো হয়েছে।’

হামাসের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গাজার দক্ষিণে দলের সেনা শাখার কাছে খান ইউনিসের একটি পর্যবেক্ষণ চৌকিতে পাঁচ দফায় হামলা চালানো হয়েছে।

ওই সূত্র আরো জানিয়েছে, পৃথকভাবে মধ্য গাজায় কৃষি জমিতে গোলা বর্ষণ করা হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর জানা যায়নি।

গাজা থেকে ইসরায়েলে অভ্যন্তরে একটি গোলা নিক্ষেপের কয়েক ঘন্টার মাথায় এ হামলা চালালো তেল আবিব।




রাইজিংবিডি/ঢাকা/২৪ জুলাই ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়