ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফ্রান্সে যাত্রীছাউনিতে হামলাকারী চালক মানসিক রোগী

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ২১ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফ্রান্সে যাত্রীছাউনিতে হামলাকারী চালক মানসিক রোগী

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের মার্সেই শহরে দুটি বাসযাত্রী ছাউনিতে গাড়ি উঠিয়ে দেওয়া চালকের মানসিক সমস্যা রয়েছে। এছাড়া ক্ষুদ্র অপরাধের কারণে সে এর আগে পুলিশের কাছে পরিচিত ছিল। সোমবার পুলিশ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, ওই চালককে আটক করা হয়েছে। এ ঘটনাকে তারা সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছেন না।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে শহরের উত্তরাঞ্চলের একটি বাসযাত্রী ছাউনিতে আঘাত করে। সেখানে ২৯ বছরের এক ব্যক্তি গুরুতর আহত হয়। এর ৪৫ মিনিট পর ছয় মাইল দূরে আরেকটি বাসযাত্রী ছাউনিতে আঘাত হানে একই বাস। এই ঘটনায় যাত্রী ছাউনিতে অপেক্ষমান ৪২ বছরের এক নারী নিহত হয়।

এক প্রত্যক্ষদর্শী নারী বলেছেন, ‘এটা খুব দ্রুত- মাত্র ১৫ থেকে ২০ সেকেন্ডের মধ্যে ঘটেছে। এটা স্বেচ্ছায় ঘটানো হয়েছে বলে মনে হয়।

নগরীর ওল্ড পোর্ট এলাকায় পরে গাড়িটিকে চিহ্নিত করতে সক্ষম হয় পুলিশ। সেখান থেকে পুলিশ চালককে গ্রেপ্তার করে। ৩৫ বছরের ওই ব্যক্তি ছোটখাটো অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য পুলিশের কাছে পরিচিত ছিল।



রাইজিংবিডি/ঢাকা/২১ আগস্ট ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়