ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বার্সেলোনায় হামলাকারী পুলিশের গুলিতে নিহত

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৫, ২১ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বার্সেলোনায় হামলাকারী পুলিশের গুলিতে নিহত

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনের বার্সেলোনায় বৃহস্পতিবার ভ্যান নিয়ে পথচারীদের ওপর হামলাকারীর ইউনুস আবু ইয়াকুব পুলিশের গুলিতে নিহত হয়েছে। সোমবার স্পেনের গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

লা ভ্যানগার্ডিয়া নামে একটি স্প্যানিশ দৈনিক জানিয়েছে, বার্সেলোনার ৩০ মাইল পশ্চিমে সাবির‌্যাটস শহরে আত্মঘাতী বোমার বেল্ট পরিহিত এক ব্যক্তিকে গুলি করেছে পুলিশ। গুলি করার আগে সে ‘আল্লাহ মহান’ বলে চিৎকার করছিল।

পুলিশ অবশ্য আনুষ্ঠানিকভাবে ইউনুসকে হত্যার বিষয়টি স্বীকার করেনি। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘তারা সন্দেহভাজন এক ব্যক্তিকে গুলি করেছেন, যাকে হামলার পরিকল্পনাকারী বলে মনে করা হচ্ছে।’

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে লাস রামব্লাসে পথচারীদের ভিড়ের মধ্যে একটি ভ্যান তুলে দেওয়া হয়। এতে অন্তত ১৩ জন নিহত এবং শতাধিক আহত হয় । হামলার পরপর মরক্কো বংশোদ্ভূত আবু ইয়াকুব গাড়ি থেকে বের হয়ে হেঁটে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ইয়াকুব আরেকটি গাড়ি ছিনতাই করে এবং ওই রাতেই একটি তল্লাশি চৌকি গুঁড়িয়ে দিয়ে পালিয়ে যায়।  ছিনতাই করা ওই গাড়ির মালিকের নাম পাও পেরেজ। তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছিল। সোমবার সকালে সিসিটিভি থেকে পাওয়া ইয়াকুবের ছবি প্রকাশ করে জনগণকে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিল স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়



রাইজিংবিডি/ঢাকা/২১ আগস্ট ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়