ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জাপানে টাইফুন ল্যানের আঘাতে ৪ জনের মৃত্যু

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২২, ২৩ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাপানে টাইফুন ল্যানের আঘাতে ৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : জাপানে সোমবার টাইফুন ল্যানের আঘাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে চার জনের মৃত্যু হয়েছে।

ল্যানের প্রভাবে ভারি বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে রাজধানী টোকিওসহ বিভিন্ন অঞ্চল। ক্ষতিগ্রস্ত অঞ্চলে বসবাসকারী হাজার হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

টুইফুনের কারণে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে, ট্রেন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। সোমবার সকালে টোকিওর উপকণ্ঠে আঘাত করা পর্যন্ত শক্তিশালী ছিল ল্যান। এরপর অপেক্ষাকৃত দুর্বল হয়ে সাগরের দিকে ধাবিত হয়েছে।

চার জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে এক পুরুষ ভারি জিনিসের নিচে চাপা পড়ে, নৌকায় থাকা এক মৎস্যজীবী এবং বানের তোড়ে গাড়ি ভেসে যাওয়ায় এক তরুণীর মৃত্যু হয়েছে। আরেকজন আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে মারা গেছেন। জাপানের জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, এক নিখোঁজ রয়েছে। এ ছাড়া আহত হয়েছে প্রায় ১৩০ জন।

তথ্যসূত্র : রয়টার্স অনলাইন




রাইজিংবিডি/ঢাকা/২৩ অক্টোবর ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়