ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রোহিঙ্গাদের ফিরিয়ে না নেয়ার দাবিতে বৌদ্ধদের বিক্ষোভ

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ২৩ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গাদের ফিরিয়ে না নেয়ার দাবিতে বৌদ্ধদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক : সেনাবাহিনীর হত্যা-নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা ফেরত না নেওয়ার দাবি জানিয়ে রাখাইন রাজ্যে বিক্ষোভ করেছে বৌদ্ধ ভিক্ষু ও চরমপন্থি জাতীয়তাবাদীরা।

রোববার রাজ্যের রাজধানী সিতউতে এ বিক্ষোভ হয়েছে বলে মিয়ানমারের সংবাদমাধ্যম ডেমোক্রেটিক ভয়েস অব বার্মা।

বিক্ষোভকারীদের অন্যতম নেতা অং হতে বলেছেন, ‘সরকারের উদ্দেশ্যে আমি বলতে চাই যেসব বাঙালি (রোহিঙ্গাদের বাঙালি বলে মিয়ানমার সরকার) বাংলাদেশে পালিয়ে গেছে তাদের মধ্যে অনেক সন্ত্রাসী রয়েছে। তাদের যদি ফিরিয়ে আনা হয়, তাহলে আমাদের আশঙ্কা সহিংসতার পুনরাবৃত্তি ঘটতে পারে। রাখাইনের বৌদ্ধ জনগণ এই ফিরিয়ে আনার প্রকল্পকে মেনে নিতে পারে না।’

বিক্ষোভকারীদের আরেক নেতা বৌদ্ধ ভিক্ষু ইউ ধামিকা বলেছেন, ‘আমরা এ ধরণের লোকদের সঙ্গে সহঅবস্থান করতে পারব না।’

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত প্রায় ছয় লাখ রোহিঙ্গা  রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে এসেছে। এসব রোহিঙ্গাকে উচ্ছেদ করে মিয়ানমারের সেনাবাহিনী ও চরমপন্থি বৌদ্ধরা তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ, হত্যা, গণধর্ষণ চালিয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২৩ অক্টোবর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়