ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় ২২ সেনা নিহত

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৪, ২০ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় ২২ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ ডিআর কঙ্গোতে উগান্ডার ইসলামি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ২২ সেনা নিহত হয়েছে। শুক্রবার কঙ্গোর নিরাপত্তা বাহিনী ও কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে।

গত ৮ ডিসেম্বর কঙ্গোতে জাতিসংঘের ঘাঁটিতে বিদ্রোহীদের হামলায় তাঞ্জানিয়ার ১৫ শান্তিরক্ষী নিহত হয়। এরপরই কঙ্গো ও উগান্ডার সেনাবাহিনী যৌথভাবে অ্যালায়েড ডেমোক্র্যাটিক ফোর্স নামের ওই বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান শুরু করে।

এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে নর্থ কিভু প্রদেশের এরিংয়েটি শহরে বন্দুকধারীরা হামলা চালায়। শুক্রবার সকাল পর্যন্ত লড়াই অব্যাহত ছিল। এতে আরো ২০ সেনা আহত হয়েছে।

হামলার বিষয়টি নিশ্চিত করে আরেক সেনা কর্মকর্তা জানিয়েছেন, ২২ সেনা নিহত হয়েছে বলে তিনি তথ্য পেয়েছেন।

কঙ্গোর প্রতিরক্ষামন্ত্রী ক্রিসপিন আতামা বলেছেন, ‘আমরা যুদ্ধের মধ্যে রয়েছি। যখন আপনি যু্দ্ধাবস্থায় থাকবেন তখন গুপ্তহত্যা সম্ভব। এটা আমাকে বিস্মিত করেনি।’

প্রসঙ্গত, ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত চলা যুদ্ধের অবসানের পর কঙ্গোর পূর্বাঞ্চল বিদ্রোহীদের দখলে চলে যায়। ওই যুদ্ধে অনাহার ও রোগাক্রান্ত হয়ে মারা যায় কয়েক লাখ লোক।



রাইজিংবিডি/ঢাকা/২০ জানুয়ারি ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়