ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সিরিয়ায় রাসায়নিক হামলাস্থলে যাচ্ছে বিশেষজ্ঞ দল

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ২১ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিরিয়ায় রাসায়নিক হামলাস্থলে যাচ্ছে বিশেষজ্ঞ দল

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞরা শেষ পর্যন্ত সিরিয়ায় সন্দেহভাজন রাসায়নিক হামলার এলাকার কাছে রওনা হয়েছেন। শনিবার রাজধানী দামেস্ক ছেড়ে অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপনস (ওপিসিডব্লিউ) এর সদস্যরা দৌমাতে রওনা হয়েছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানিয়েছে।

পশ্চিমা দেশগুলোর দাবি গত ৭ এপ্রিল দৌমাতে রাসায়নিক হামলা চালিয়েছে সিরিয়া। এতে ৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে সিরিয়া এ অভিযোগ অস্বীকার করে আসছে। এই রাসায়নিক হামলার অজুহাতে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স সিরিয়ায় বিমান হামলা চালিয়েছিল।

বিবিসি জানিয়েছে, ওপিসিডব্লিউ’র ৯টি টিম দৌমাতে প্রবেশের সবুজ সংকেত পাওয়ার জন্য গত এক সপ্তাহ ধরে অপেক্ষা করছিল। বুধবার তাদের দৌমায় প্রবেশের কথা ছিল। কিন্তু জাতিসংঘের একটি ঝুঁকি নির্ধারক দলকে মঙ্গলবার দৌমার ওই এলাকা পরিদর্শনের পর বরখাস্ত করা হয়। এরপরই ওপিসিডব্লিউ’র প্রতিনিধি দলের সেখানে যাওয়া আটকে যায়। পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছেন, এর মাধ্যমে দৌমায় রাসায়নিক হামলার চিহ্ন মুছে ফেলার চেষ্টা করে থাকতে পারে আসাদ সরকার।



রাইজিংবিডি/ঢাকা/২১ এপ্রিল ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়