ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৫

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২২, ২০ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। শনিবার একটি ভোটকেন্দ্রে এই হামলার ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, কাবুলের উত্তরাংশে অবস্থিত ওই ভোটকেন্দ্রে হামলাকারী প্রবেশের চেষ্টা করছিল। এ সময় হামলাকারী তার সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটালে ১০ বেসামরিক নাগরিক ও পাঁচ নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়। এ ঘটনায় ২৫ জনেরও বেশি আহত হয়েছে।

তাৎক্ষনিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে গত শনিবার পার্লামেন্ট নির্বাচনে অংশ না নেওয়ার জন্য ভোটারদের আহ্বান জানানোর পাশাপাশি বোমা হামলারও হুমকি দিয়েছিল তালেবান। শনিবার ভোট শুরুর পর দেশের কয়েকটি স্থানে বোমা হামলার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।



রাইজিংবিডি/ঢাকা/২০ অক্টোবর ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়