ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘পাকিস্তান ভাড়াটে বন্দুক হিসেবে কাজ করবে না’

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৭, ৭ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘পাকিস্তান ভাড়াটে বন্দুক হিসেবে কাজ করবে না’

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার দেশ আর কারো ভাড়া করা বন্দুক হিসেবে কাজ করবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের দিকে ইঙ্গিত করে ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

প্রত্যেক মার্কিন কর্মকর্তাই  বলেছেন তালেবানরা পাকিস্তানে বাস করে- এ সম্পর্কে জানতে চাইলে ইমরান বলেন, ‘আমি ক্ষমতায় আসার পর নিরাপত্তা বাহিনীর কাছে থেকে সম্পূর্ণ বিবরণ পেয়েছি। তারা আমাকে জানিয়েছে, আমরা বিভিন্ন সময় আমেরিকানদের কাছে জানতে চেয়েছি, এসব আস্তানা কোথায় আপনারা আমাদের জানাতে পারবেন? আমরা তাদের বিরুদ্ধে অভিযান চালাব। পাকিস্তানে তালেবানদের কোনো আস্তানা নাই।’

পাকিস্তান তালেবান নেতাদের লালন করছে মার্কিনিদের এমন অভিযোগের জবাবে ইমরান বলেন, ‘আমি কখনো এসব অভিযোগ বুঝতে পারিনি। ৯/১১ নিয়ে পাকিস্তানের করার কিছুই ছিল না। আল-কায়েদা ছিল আফগানিস্তানে। কোনো পাকিস্তানি এর সঙ্গে সংশ্লিষ্ট ছিল না। এরপরও পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের যুদ্ধে শরীক হতে বলা হয়েছে। আমিসহ পাকিস্তানের অনেকেই এর বিরোধিতা করেছিলাম। ১৯৮০ সালে সোভিয়েতের সঙ্গে ধর্মযুদ্ধে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করেছি। ১৯৮৯ সালে সোভিয়েত যখন সব গুটিয়ে চলে গেল, যুক্তরাষ্ট্রও একই কাজ করল। পাকিস্তানকে সন্ত্রাসী গোষ্ঠীর এবং ৪০ লাখ আফগান শরণার্থীর মধ্যে ছেড়ে যাওয়া হলো। আমরা যদি ৯/১১ এর সময় নিরপেক্ষ থাকতাম তাহলে হয়তো পরবর্তীতে যে বিপর্যয় সৃষ্টি হয়েছিল তার থেকে বেঁচে থাকতে পারতাম। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের জন্য প্রথম সারিতে এসে এই দেশ নরকে পরিণত হয়েছে। যুদ্ধে ৮০ হাজারের বেশি লোক নিহত হয়েছে এবং অর্থনীতিতে প্রায় ১৫০ বিলিয়নেরও বেশি মার্কিন ডলার ক্ষতি হয়েছে। বিনিয়োগকারীরা, খেলার দলগুলোও পাকিস্তানে আসে না। পাকিস্তান বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ হিসেবে পরিচিত পেল।’

পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক নিয়ে ভাবনা সম্পকে জানতে চাইলে ইমরান খান বলেন,  ‘আমি কখনোই এমন কোনো সম্পর্ক চাই না যেখানে অর্থের বিনিময়ে কারো সঙ্গে যুদ্ধে পাকিস্তানকে ভাড়াটে বন্দুক হিসেবে ব্যবহার করা হবে। নিজেদের এ ধরণের অবস্থায় রাখা আমাদের আর কখনোই উচিৎ হবে না। এর দাম কেবল মানুষের জীবন দিয়েই দিতে হয়নি, আমাদের উপজাতি এলাকাগুলোতে বিপর্যয়ের সৃষ্টি করেছে, আমাদের মর্যাদা নষ্ট করেছে। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যথার্থ সম্পর্ক চাই।’





রাইজিংবিডি/ঢাকা/৭ ডিসেম্বর ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়