ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিশ্বে প্রতি বছর কয়েক হাজার কোটি ডলারের ঘুষ লেনদেন

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৮, ১১ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বে প্রতি বছর কয়েক হাজার কোটি ডলারের ঘুষ লেনদেন

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে প্রতিবছর কয়েক হাজার কোটি ডলার ঘুষ হিসেবে লেনদেন হয় কিংবা দুর্নীতির মাধ্যমে চুরি করা হয়। এই অর্থ বৈশ্বিক জিডিপির পাঁচ শতাংশেরও বেশি। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এ তথ্য জানিয়েছেন।

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দেওয়া বার্তায় গুতেরেস দুর্নীতিকে ‘জাতিসংঘের মূল্যবোধের ওপর হামলা বলে’ মন্তব্য করেছেন।

তিনি বলেন, ‘এটি সমাজের বিদ্যালয়, হাসপাতাল ও অন্যান্য গুরুত্বপূর্ণ সেবাগুলোর ওপর ডাকাতি করেছে, বিদেশি বিনিয়োগ তাড়িয়ে দিচ্ছে এবং জাতির প্রাকৃতিক সম্পদ সরিয়ে নিচ্ছে।

গুতেরেস জানান, প্রতি বছর ঘুষ হিসেবে দেওয়া হয় এক হাজার কোটি ডলার। আর দুর্নীতির মাধ্যমে চুরি হয় দুই হাজার ৬০০ কোটি ডলার।

বিশ্বের ধনী ও দরিদ্র দেশগুলোর ওপর প্রভাব বিস্তারকারী এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে জাতিসংঘ। এর জন্য জাতিসংঘের উন্নয়ন প্রকল্প (ইউএনডিপি) এবং মাদক ও অপরাধ দপ্তরের (ইউএসওডিসি) মাধ্যমে যৌথভাবে বৈশ্বিক প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১১ ডিসেম্বর ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়