ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

স্বায়ত্ত্বশাসন পেলো মিন্দানাওয়ে

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৫, ২৬ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বায়ত্ত্বশাসন পেলো মিন্দানাওয়ে

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণের সংঘাত কবলিত মুসলিম অঞ্চল মিন্দানাওয়ে স্বায়ত্ত্বশাসনের প্রশ্নে গণভোটে ‘হ্যা’ ভোট জয় পেয়েছে। ৮৫ শতাংশ ভোটার স্বায়ত্ত্বশাসনের পক্ষে ভোট দিয়েছে বলে শুক্রবার দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে।

স্বাধীনতার দাবিতে মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট (এমআইএলএফ)১৯৭০ সাল থেকে ফিলিপানের কেন্দ্রীয় সরকারের সঙ্গে লড়াই করছে। বিদ্রোহীদের সঙ্গে সংঘাতে এ পর্যন্ত প্রায় দেড় লাখ লোক নিহত হয়েছে। গণভোটের সিদ্ধান্ত হওয়ার পর এমআইএলএফ অস্ত্র সমর্পণ করেছিল। এবার দলটি মিন্দানাওয়ের সরকার গঠন করবে।

এমএলএফ নেতা মুরাদ ইব্রাহীম ভোটের ফল ঘোষণার পর বলেছেন, ‘জনগণের ব্যাপক সমর্থণে আমরা অত্যন্ত আনন্দিত।’

স্বায়ত্ত্বশাসিত নতুন এই অঞ্চলটির নাম হবে বাংসামোরো। এই আঞ্চলিক সরকারের হাতে অবকাঠামো নির্মাণ, ৫০ লাখ বাসিন্দার জন্য স্বাস্থ্যসেবা, স্কুল ও সামাজিক কল্যাণসহ বিভিন্ন খাতে বিনিয়োগ ও রাজস্ব আদায়ের ক্ষমতা দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা, নিরাপত্তা এবং পররাষ্ট্র ও আর্থিক নীতি নির্ধারণের দায়িত্বে থাকবে। আশেপাশের কয়েকটি এলাকা বাংসামোরোর সঙ্গে যোগ দেবে কিনা সেই প্রশ্নে আগামী ৬ ফেব্রুয়ারি গণভোট হবে।



রাইজিংবিডি/ঢাকা/২৬ জানুয়ারি ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়