ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

পারমাণবিক সক্ষমতা রক্ষায় কাজ করছে উত্তর কোরিয়া

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪২, ৫ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পারমাণবিক সক্ষমতা রক্ষায় কাজ করছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : কোনো সামরিক আঘাতে পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা যাতে  ধ্বংস হয়ে না যায় সেটি নিশ্চিতে কাজ করছে উত্তর কোরিয়া। জাতিসংঘের পর্যবেক্ষকরা এক গোপন প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

জাতিসংঘ এমন সময় এ তথ্য প্রকাশ করলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনে মধ্যে দ্বিতীয় দফায় বৈঠক হতে যাচ্ছে। বৈঠকের প্রস্তুতির বিষয়ে আলোচনার জন্য মার্কিন বিশেষ দূত স্টিফেন বাইগান বুধবার উত্তর কোরিয়ার বিশেষ দূত কিম হিয়ক চোলের সঙ্গে বৈঠক করবেন।

জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা কমিটির কাছে এ প্রতিবেদন পাঠানো হয়েছে যা সোমবার রয়টার্স দেখেছে।

এতে বলা হয়েছে,‘ডিপিআরকে তার সংযোজন, গুদাম ও পরীক্ষার স্থানগুলো বিস্তৃত স্থানে ছড়িয়ে দিচ্ছে এমন প্রবণতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রমাণ পাওয়া গেছে।’

প্রসঙ্গত,  উত্তর কোরিয়ার দাপ্তরিক নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়াকে সংক্ষেপে ডিপিআরকে বলা হয়।

এ ব্যাপারে জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার মিশনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



রাইজিংবিডি/ঢাকা/৫ ফেব্রুয়ারি ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়