ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জুলিয়ান অ্যাসাঞ্জ গ্রেপ্তার

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ১১ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জুলিয়ান অ্যাসাঞ্জ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। বৃহস্পতিবার তাকে লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে রয়টার্স।

যৌন হয়রানির অভিযোগে সাত বছর আগে সুইডেনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলা হয়। গ্রেপ্তার এড়াতে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে সাত বছর ধরে আশ্রয়ে ছিলেন তিনি।

অনলাইন পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, সাদা চুল ও দাড়ির বিধ্বস্ত চেহারার এক ব্যক্তিকে সেন্ট্রাল লন্ডনের ভবনটি থেকে অন্তত সাতজন লোক বের করে আনছে।

লন্ডন পুলিশ বলেছে, ‘আজ ১১ এপ্রিল বৃহস্পতিবার ৪৭ বছরের জুলিয়ান অ্যাসাঞ্জকে মেট্রোপলিটন পুলিশ সার্ভিসের সদস্যরা ইকুয়েডর দূতাবাস থেকে গ্রেপ্তার করেছে।’

পুলিশ জানিয়েছে, ইকুয়েডর সরকার অ্যাসাঞ্জের অভিবাসন প্রত্যাহার করে নেওয়ার পর রাষ্ট্রদূতের আমন্ত্রণ পেয়ে পুলিশ দূতাবাসের ভেতরে প্রবেশ করেছিল। তাকে সেন্ট্রাল লন্ডন পুলিশের জিম্মায় রাখা হয়েছে। পরে তাকে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।



রাইজিংবিডি/ঢাকা/১১ এপ্রিল ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়