ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নটর ডেম পুনর্নির্মাণের প্রত্যয়

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৪, ১৬ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নটর ডেম পুনর্নির্মাণের প্রত্যয়

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো, প্যারিসের মধ্যযুগীয় ক্যাথেড্রাল নটর ডেম পুনর্নির্মাণের প্রত্যয় ব্যক্ত করেছেন। সোমবার রাতে পুড়ে যাওয়া ক্যাথেড্রাল এলাকাটি পরিদর্শনের সময় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

সোমবার বিকেলে ৮৫০ বছরের পুরোনো ক্যাথেড্রালটি আগুন লাগে। মঙ্গলবার সকালে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিনির্বাপক বাহিনী ভবনটির পাথুরে কাঠামোসহ এর দুটি টাওয়ার রক্ষা করতে সক্ষম হয়েছে। তবে এর মিনারা ও ছাদ ধসে পড়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

ক্যাথেড্রালটি পুনর্নির্মাণের জন্য ইতোমধ্যে কয়েক’শ মিলিয়ন ডলারের সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট  বলেছেন, আমরা সবাই মিলে  এই ক্যাথেড্রাল পুনর্নির্মাণ করবো এবং এটি নিঃসন্দেহে ফ্রান্সের গন্তব্যের অংশ এবং আগামী বছরগুলোতে এটি আমাদের প্রকল্প হতে যাচ্ছে।’

তিনি বলেন, ‘এটাই ফরাসিরা আশা করছে, কারণ এটাই আমাদের ইতিহাস প্রত্যাশা করে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ জুলাই ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়