ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন মনির

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৮, ২১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন মনির

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মধ্যবাড্ডায় স্ত্রী সোমা আক্তারকে (২৮) হত্যার কথা স্বীকার করেছেন স্বামী মনির হোসেন। হাসপাতালে চিকিৎসায় সুস্থ হওয়ার পর মনিরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় মনির এ কথা স্বীকার করেন। 

শনিবার মনির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন বলে পুলিশ জানিয়েছে।

শনিবার দুপুরে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াজেদ মিয়া রাইজিংবিডিকে বলেন, ‘মনির সুস্থ হওয়ায় তাকে রিমান্ডে নেয়া হয়। তিনি তার স্ত্রীকে কি কারণে হত্যা করেছেন তা জিজ্ঞাসাবাদের সময় পুলিশকে বলেছেন। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে মনির আদালতে জবানবন্দি না দেয়া পর্যন্ত এগুলো বলা যাচ্ছে না।’

রাইজিংবিডির প্রশ্নের জবাবে ওয়াজেদ মিয়া বলেন, ‘মনির একজন মাদকাসক্ত ব্যক্তি। ঘটনার সময় তিনি নেশাগ্রস্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্ট নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’

সোমার বোন রেহানা আক্তার রাইজিংবিডিকে বলেন, ‘বোনকে হারিয়েছি, সেই কষ্ট তো আছেই। তার রেখে যাওয়া শিশুকন্যা মারিয়াকে কে দেখবে। মারিয়ার ভবিষ্যত কি? সে হঠাৎ করেই কেঁদে উঠছে।’

সোমাদের প্রতিবেশি মধ্য বাড্ডার লুৎফুন টাওয়ারের আশপাশের বাসিন্দারা জানান, এই দম্পতির ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। রাতে চিৎকার চেচাঁমেচি শোনা যেত। কিন্তু মান সম্মানের ভয়ে তারা কিছু বলতেন না, প্রতিবেশিরাও কখনও কিছু বলেন নি। কোন কাজ না থাকায় প্রায় সময়ই বাসায় থাকতেন মনির। পৈতৃক জমিতে টিনশেড ঘরের ভাড়াই ছিল তার একমাত্র উপার্জন। মনির প্রতিনিয়ত ইয়াবা সেবন করতেন বলে এলাকায় লোকমুখে প্রচার আছে।

উল্লেখ্য, ৬ অক্টোবর মধ্য বাড্ডার ব্যাপারী বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে প্রথম স্ত্রীকে হত্যা করেন মনির। এরপর তিনি আত্মহত্যার চেষ্টা করেন।




রাইজিংবিডি/ঢাকা/২১ অক্টোবর ২০১৭/মাকসুদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়