ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাপেক্সের জিএমের দুর্নীতির মামলা বদলির আদেশ

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ২২ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাপেক্সের জিএমের দুর্নীতির মামলা বদলির আদেশ

নিজস্ব প্রতিবেদক : সম্পদের তথ্য গোপনের অভিযোগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বাপেক্স) জেনারেল ম্যানেজার (জিএম) একেএম আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলা বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়েছে।

মামলায় বিচারের জন্য প্রস্তুত হওয়ায় রোববার ঢাকার সিএমএম আদালত মামলাটি বদলির আদেশ দেন বলে জানান আদালতে দুদকের জিআর শাখার কর্মকর্তা জুলফিকার রহমান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৬ সালের ২৪ আগস্ট বাপেক্সের জেনারেল জিএম একেএম আনোয়ারুল ইসলামকে সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে নোটিশ দেয় দুদক। ২৭ আগস্ট আনোয়ারুল এ নোটিশ গ্রহণ করেন। ৫ সেপ্টেম্বর দুদকে সম্পদের হিসাব বিবরণী দাখিল করেন আনোয়ারুল ইসলাম।

দুদক তদন্ত করে দেখে, আনোয়ারুল ইসলাম তার হিসাব বিবরণীতে ৩২ লাখ ১২ হাজার ৩৩ টাকার সম্পদের হিসাব গোপন করেছেন। এমন অভিযোগে ২০১৭ সালের ১৯ এপ্রিল দুদকের উপপরিচালক হেলাল উদ্দিন শরীফ বাপেক্স জিএম আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে ঢাকার রমনা থানায় এ মামলাটি দায়ের করেন। গত ১৭ অক্টোবর আনোয়ারুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

এদিকে মামলায় আনোয়ারুল ইসলাম জামিনে আছেন। চলতি বছরের ২ জুলাই তিনি হাইকোর্ট হতে জামিন পান বলে জানা গেছে।



রাইজিংবিডি/ঢাকা/২২ অক্টোবর ২০১৭/মামুন খান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়