ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টাঙ্গাইলের এমপি সানোয়ারের মাদ্রাসা সভাপতির পদ অবৈধ

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ২১ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাঙ্গাইলের এমপি সানোয়ারের মাদ্রাসা সভাপতির পদ অবৈধ

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মো. সানোয়ার হোসেন স্থানীয় দারুল আলম কামিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হওয়াকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে সানোয়ার হোসেন মাদ্রাসার সভাপতি পদে থাকতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে সংসদ সদস্য সানোয়ার হোসেন ও মাদ্রাসার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রেহান হোসেন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম। অন্যদিকে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী প্রবীর নিয়োগী ও শ ম রেজাউল করিম।

পরে ব্যারিস্টার আশরাফুল ইসলাম আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

তিনি বলেন, আদালতে আমরা হেরে যাই। এর পরেও আপিল বিভাগের আদেশের পর আদালতের বাইরে বেরিয়ে রিটকারী কুদরত ইলাহী আমাকে এক সপ্তাহের মধ্যে আমি কত বড় আইনজীবী হয়েছি তা দেখে নেয়ার হুমকি দেয়। পরে এ বিষয়টি আমি আমার সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রেহান হোসেনের মাধ্যমে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অবহিত করি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।

রিটকারী কুদরত ইলাহী বলেন, আমি মামলায় জয়লাভ করেছি। তারা হেরে গিয়েছে, তাই মাথা ঠিক নেই। আমি কাউকে কোনো হুমকি দেইনি।

প্রসঙ্গত, সংসদ সদস্যরা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন না বলে আপিল বিভাগের রায় রয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২১ জানুয়ারি ২০১৮/মেহেদী/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়