ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জামিন পেলেন ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা কুতুব

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪২, ১৯ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জামিন পেলেন ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা কুতুব

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে কুতুব উদ্দিনের পক্ষে সাইদুর রহমান মানিকসহ কয়েকজন আইনজীবী জামিন শুনানি করেন।

অপরদিকে দুদকের পক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুরের আদেশ দেন বলে জানান দুদকের আদালতের ইন্সপেক্টর আশিকুর রহমান।

গত ৮ এপ্রিল দুপুরে রাজধানীর সেগুনবাগিচা থেকে কুতুব উদ্দিনকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে বিকেলে তাকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

উল্লেখ্য, গুলশান এলাকায় ১০ কাঠা জমি অবৈধভাবে আত্মসাতের অভিযোগে কুতুব উদ্দিন আহমেদের বিরুদ্ধে ৮ এপ্রিল মামলা দায়ের করা হয়। দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম বাদী হয়ে গুলাশন মডেল থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।



রাইজিংবিডি/ঢাকা/১৯ এপ্রিল ২০১৮/মামুন খান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়