ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এশিয়ান টিভির প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক কারাগারে

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ২০ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এশিয়ান টিভির প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক কারাগারে

নিজস্ব প্রতিবেদক : চেক প্রতারণার মামলায় এশিয়ান টিভির প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ও সোহানা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মিজানুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুইয়ের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মিজানুর রহমানের আইনজীবী খান আমিরুল ইসলাম (শাহিন ) বলেন, চার মামলায় মিজানুর রহমানের জামিন আবেদন করি। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তিনি বলেন, চেক প্রতারণার অভিযোগে বিভিন্ন সময়ে মামলা চারটি দায়ের হয়। মামলাগুলোর মধ্যে তিনটি মামলায় তাকে সাজা দিয়েছেন আদালত। আর একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

এর আগে বৃহস্পতিবার রাতে গুলশান-২ নম্বরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ২৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৪৯ নম্বর সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গুলশান থানা পুলিশ জানায়, মিজানুর রহমানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে বেশ কয়েকটি মামলা ও মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এছাড়া চট্টগ্রামের বিভিন্ন আদালতে অন্তত ১০ কোটি টাকার চেক প্রতারণার অভিযোগে মামলা রয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২০ এপ্রিল ২০১৮/মামুন খান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়