ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

দেড় কোটি টাকার প্লাস্টিক পণ্য জব্দ

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ১৯ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেড় কোটি টাকার প্লাস্টিক পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক : মিথ্যা ঘোষণায় আমদানিকৃত দেড় কোটি টাকার প্লাস্টিক পণ্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

বৃহস্পতিবার চট্টগ্রাম কাস্টম হাউস থেকে খালাসকালে পণ্যগুলো জব্দ করা হয়া

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন।

শুল্ক গোয়েন্দা জানায়, মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি করায় চট্টগ্রামে শুল্ক গোয়েন্দার সক্রিয় কার্যক্রমে পণ্য চালান আটক।

গোপন সংবাদের ভিত্তিতে আমদানিকারক জেড এন এন্টারপ্রাইজের মাধ্যমে আমদানিকৃত চালানটির খালাস স্থগিত করে। শুল্ক গোয়েন্দার নিকট নিশ্চিত গোয়েন্দা তথ্য থাকায় পণ্য চালানটির কায়িক পরীক্ষা করা হয়। ঘোষণার বাইরে  চালানটিতে এক কোটি ৫০ লাখ টাকার প্লাস্টিক পণ্য পাওয়া যায়। ন্যায় নির্ণয়সহ শুল্ক করাদি আদায়ের জন্য প্রতিবেদন ইতিমধ্যে কমিশনার চট্টগ্রাম কাস্টম হাউস বরাবর প্রেরণ করা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৯ জুলাই ২০১৮/এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়