ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ইমরানকে বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৮, ২৩ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইমরানকে বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : কোনো আদালত কর্তৃক বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা না থাকায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম আমিরুল ইসলাম ও তানিয়া আমির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।

এর আগে সকালে যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশে বিমানে ওঠার আগে বাধা দেওয়ার ঘটনাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

রিটে বিদেশে যেতে বাধা দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করার পাশাপাশি রিট আবেদনে বিদেশ যেতে দেওয়ার অনুমতি পাওয়ার নির্দেশনা চাওয়া হয়।

রিটে স্বরাষ্ট্র সচিব, আইজিপি, পুলিশের ইমিগ্রেশন বিভাগসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২৩ জুলাই ২০১৮/মেহেদী/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়