ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পেটের ভেতর লুকিয়ে আনা ইয়াবা উদ্ধার

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ১৭ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পেটের ভেতর লুকিয়ে আনা ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : পেটের ভেতর লুকিয়ে আনা ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার বিকেলে অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক খোরশিদ চঞ্চল রাইজিংবিডিকে বলেন, ‘তথ্য ছিল, কক্সবাজার থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই মাদক পাচারকারি আসছে। মঙ্গলবার দিবাগত রাতে বিমানবন্দর এলাকায় নজরদারি বাড়িয়ে শফিকুল ইসলাম ও মো. নাহিদ হাসানকে গ্রেপ্তার করা হয়।’

মাদকদ্রব্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুজন পলিথিনের প্যাকেটে করে কলার সঙ্গে ট্যাবলেটগুলো গিলে খায়। গ্রেপ্তারের পর তাদের নির্দিষ্ট স্থানে নেওয়া হয় এবং ওষুধের মাধ্যমে পায়ুপথ দিয়ে ইয়াবাগুলো বের করা হয়। তারা প্রতি চালানে ১০ হাজার টাকা করে পায়। আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানের কারণে মাদক পাচারকারিদের অনেকেই সড়ক পথে পরিবহনের পরিবর্তে বিমানকে বেছে নিয়েছে। গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৭ অক্টোবর ২০১৮/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়