ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বেনেলি বাইক বুকিং দিলে রেজিস্ট্রেশন ফ্রি

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৮, ৫ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেনেলি বাইক বুকিং দিলে রেজিস্ট্রেশন ফ্রি

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয় ডটকম, ইটালির বিখ্যাত মোটরবাইক ব্র্যান্ড বেনেলির আমদানিকারক ও পরিবেশক প্রতিষ্ঠান স্পিডোজ লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে বিক্রয় ডটকমে বেনেলির জনপ্রিয় বাইক ‘টিএনটি ১৫০’ বুকিং দিলেই গ্রাহকরা রেজিস্ট্রেশন করতে পারবে সম্পূর্ণ ফ্রি-তে। সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ডেইলি স্টার সেন্টারে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর হয়।

এতে উপস্থিত ছিলেন বিক্রয় ডটকমের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস ঈশিতা শারমিন, হেড অব ভেহিকেলস অ্যান্ড প্রোপার্টি ইসা আবরার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অব ভেহিকেলস তালুকদার সুভগ মো. রাশেদুল আবেদীন, বেনেলি টিএনটি ১৫০ বাইকটির আমদানিকারক ও পরিবেশক প্রতিষ্ঠান স্পিডোজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেহদী উর রহমান পাইকার, উপব্যবস্থাপনা পরিচালক জামান সোয়াদ খান এবং চিফ অপারেটিং অফিসার নিজাম ইউ আহমেদ। এই বাইকটি বিক্রয় ভেহিকেলসে পাওয়া যাবে এবং ‘বাই নাউ’ ফিচারটির মাধ্যমে বাইকটি কেনা যাবে।

বিক্রয় ডটকমের হেড অব ভেহিকেলস অ্যান্ড প্রোপার্টি ইসা আবরার বলেন, ‘বিগত দিনগুলোতে বহু জনপ্রিয় ব্র্যান্ড বিক্রয়-এর সঙ্গে যুক্ত হয়ে তাদের আসন্ন বিভিন্ন প্রোডাক্ট এবং অফার গ্রাহকদের সামনে নিয়ে এসেছে এবং এবার বাইকপ্রেমীদের জন্য আরেকটি মডেল নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। আশা করছি বাইকাররা ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে নতুন প্রযুক্তিসম্পন্ন টিএনটি ১৫০ বাইকটি ব্যবহার করে উপকৃত হবে।’

 



স্পিডোজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেহদী উর রহমান পাইকার বলেন, ‘ঝামেলাহীন মোটরবাইক কেনা এবং রেজিস্ট্রেশন করার অভিজ্ঞতা নিশ্চিত করতেই আমরা বাংলাদেশের সবচেয়ে বড় এবং বিশ্বস্ত মার্কেটপ্লেস বিক্রয় এর সঙ্গে যুক্ত হয়েছি। আমরা আশা করি, গ্রাহকরা টিএনটি ১৫০ বাইক ব্যবহার করে বাইকটির চমৎকার পারফরম্যান্স উপভোগ করতে পারবেন।’

বেনেলি টিএনটি ১৫০ বাইকটি খুঁজে পেতে ভিজিট:



রাইজিংবিডি/ঢাকা/৫ জুলাই ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়