ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘দেশ এখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫২, ৫ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দেশ এখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে’

নিজস্ব প্রতিবেদক : সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, দেশ এখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। যে স্বপ্নের বাংলাদেশ গড়তে আমরা লড়াই করেছিলাম দেশের নৌকা আজ সে পথেই এগিয়ে চলেছে।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে প্রখ্যাত সাংবাদিক কাজী সিরাজের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, দেশে জিডিপি'র প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৬৫ ভাগ, মাথাপিছু আয় ১৭৫২ মার্কিন ডলার হয়ে গেছে। আর বাংলাদেশের প্রশংসা করতে যখন খোদ পাকিস্তানের বুদ্ধিজীবীরা তাদের নব নির্বাচিত প্রধানমন্ত্রীর প্রতি আগামী ১০ বছরে আমাদের পর্যায়ে আসতে পারবে কি না তা নিয়ে সন্দিহান হয়ে প্রশ্ন ছুড়ে দিচ্ছে। তখন এর মাঝেও আমাদের দেশের কিছু অসাধু মানুষ দুর্নীতি ও সাম্প্রদায়িকতার বীজ বপন করার মধ্য দিয়ে দেশকে, দেশের পরবর্তি প্রজন্মকে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে।

তিনি বলেন, দেশে উন্নয়নের জোয়ার চলে এসেছে একথা অস্বীকার কেউই করতে পারবে না, কিন্তু এর পরেও বর্তমানে সাম্প্রদায়িকতার কালো ছায়া আমাদেরকে অন্ধকারে নিমজ্জিত করতে চাচ্ছে। কাজী সিরাজসহ আমরা যারা এদেশের স্বাধীনতার জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, জেল খেটেছি- আমরা লড়াই করেছি এই প্রিয় দেশটাকে দুর্নীতিমুক্ত ও সাম্প্রদায়িকতামুক্ত স্বাধীন দেশ করার জন্যই।

কাজী সিরাজ আমাদের ছেড়ে চলে গেছেন কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না কাজী সিরাজ ছিলেন সারাজীবন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন। তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন ও সৎ থেকেছেন। দুর্নীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে আজকের সাংবাদিকদের কাজী সিরাজের জীবনী থেকে বহু কিছু শেখার আছে।

কিছু রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে মেনন  বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন কোনো কোনো রাজনৈতিক দল দেশকে অবিরাম পিছনের দিকে টেনে নিয়ে যেতে উঠে পড়ে লেগে আছে। দেশের এই সময়ে সাদাকে সাদা, কালোকে কালো বলার মত সাহসী কলম সৈনিকের খুব বেশি প্রয়োজন ছিল।

মেনন বলেন, কাজী সিরাজ ছিলেন এমনি এক ব্যক্তিত্ব যিনি সাদাকে সাদা, কালোকে কালো বলার সাহস রাখতেন। তিনি ছিলেন অত্যন্ত সাহসী একজন কলম সৈনিক। তার লেখনির হাত ছিল খুবই স্বচ্ছ। নীতির প্রশ্নে তিনি ছিলেন অটল। সর্বদাই প্রাঞ্জল ভাষায় তিনি তার বক্তব্য তুলে ধরতেন। তার মৃত্যুতে আমরা একজন বহুমুখী প্রতিভাবান কলম সৈনিককে হারিয়েছি।’

অনুষ্ঠানে জাতীয় পার্টির প্রাক্তন মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, প্রাক্তন পররাষ্ট্র সচিব সমশের মবিন চৌধুরী, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, প্রাক্তন প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, পরিবেশবাদী নেতা আতিকুর রহমান সালু ও কাজী সিরাজের পত্নী ও প্রাক্তন সাংসদ শাহরিয়ার আকতার বুলু বক্তব্য রাখেন।




রাইজিংবিডি/ঢাকা/৫ সেপ্টেম্বর ২০১৮/আসাদ/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়