ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

লেখক সম্মাননা পেলেন রাইজিংবিডির হাসান মাহামুদ

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ২৬ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লেখক সম্মাননা পেলেন রাইজিংবিডির হাসান মাহামুদ

নিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডি ডটকমের প্রধান প্রতিবেদক হাসান মাহামুদসহ ৪৮ জন সদস্য-লেখককে সম্মাননা দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

সোমবার দুপুরে ডিআরইউ’র সাগর রুনি মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।

ডিআরইউ সভাপতি সাইফুল ইসলাম ও সাধারন সম্পাদক শুক্কুর আলী শুভ’র সঞ্চালনায় অনুষ্ঠানে ইউনিটির নেতৃবৃন্দ, পুরস্কারপ্রাপ্তরা, লেখক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক, লেখক ও গবেষক হাসান মাহামুদ গত বইমেলায় প্রকাশিত তার ‘সরল ভাবনা’ গল্পগ্রন্থের জন্য এই সম্মাননা পান।

সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, ‘২৪ বছরে আমাদের পরিবার অনেক বড় হয়েছে। আমাদের কার্যক্রমের বিস্তৃতি ঘটেছে। বেশিরভাগ কাজই কল্যাণমুখী। এর বাইরে কিছু দৈনিক কাজতো রয়েছেই। আমাদের এবারের সবচেয়ে বড় কাজ হচ্ছে ভবন নির্মাণ। এ স্থাপনাটি সংস্কার করতে পারলে আমাদের চাপ অনেক কমে যাবে। আপনাদের সহযোগিতায় কাজ শুরু হয়েছে। ডিআরইউতে আধুনিক একটি ভবন নির্মিত হবে বলে আমরা আশা করছি।’



তিনি বলেন, ‘এবার আমাদের নানামুখী সীমাবদ্ধতা ছিল। যার কারণে এ আয়োজনটি আশানুরূপ সুন্দর করতে পারিনি। আমি আশা করবো আগামীতে যারা আসবেন ডিআরইউ সদস্যদের দেওয়া প্রস্তাবগুলোর সুষ্ঠু বাস্তবায়নে সচেষ্ট হবেন। এ পুরস্কারকে বাংলা একাডেমির মত মর্যাদাপূর্ণ পুরস্কারে উন্নীত করতে সচেষ্ট হবেন বলে আমি আশা করি।’ 

অনুষ্ঠানে কবি হাসান হাফিজকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।



রাইজিংবিডি/ঢাকা/২৬ নভেম্বর ২০১৮/ইয়ামিন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়