ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আহত, দোষীদের শাস্তি দাবি

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ২৮ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আহত, দোষীদের শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য এবং বাংলা সংবাদ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক মো. কামরুজ্জামান কাজল সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কামরুজ্জামান কাজল জানিয়েছেন, সোমবার ভোরে পেশাগত দায়িত্ব পালনের জন্য আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারে যাওয়ার পথে হাতিরঝিল এলাকায় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে চাপা দেওয়ার চেষ্টা করে। পরে তিনি আহত অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি হন। তিনি এখনো সেখানে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে গত ২৬ নভেম্বর হাতিরঝিল থানায় জিডি করেছেন মো. কামরুজ্জামান কাজল। জিডি নং : ১২৫৬।

মো. কামরুজ্জামান কাজল অভিযোগ করেন, সাংবাদিকতার কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো বিশেষ মহল তাকে হত্যা করার উদ্দেশ্যে কৌশলগতভাবে এই দুর্ঘটনা ঘটিয়েছে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ বুধবার এক বিবৃতিতে কামরুজ্জামানের কাজলের আহত হওয়ার ঘটনা তদন্ত করে মূল কারণ উদঘাটন ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

মো. কামরুজ্জামান কাজল দ্রুত আরোগ্য লাভের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।



রাইজিংবিডি/ঢাকা/২৮ নভেম্বর ২০১৮/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়