ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

খুলনার আ’লীগের চেয়ারম্যান প্রার্থীদের তালিকা কেন্দ্রে

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ৬ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনার আ’লীগের চেয়ারম্যান প্রার্থীদের তালিকা কেন্দ্রে

নিজস্ব প্রতিবেদক, খুলনা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ শেষ না হতেই খুলনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। দলীয় প্রতীকে হবে এবারের নির্বাচন।

এ নির্বাচন ঘিরে দলের নেতা-কর্মীদের মধ্যে চলছে জল্পনা-কল্পনা। সম্প্রতি খুলনার ৯ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা প্রাথমিকভাবে কেন্দ্রে পাঠিয়েছে জেলা আওয়ামী লীগ। এর আগে ভোটাভুটির পাশাপাশি যাচাই-বাছাই হয় দলের উপজেলা পর্যায়ে।

আগামীকাল বৃহস্পতিবার উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা প্রাথমিকভাবে যাচাই-বাছাই শেষে কেন্দ্রে পাঠানো হবে। চেয়ারম্যান পদে যাদের নামের তালিকা পাঠানো হয়েছে, তারা হলেন-

রূপসা : উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা, টিএসবি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর শেখ, ৩ নম্বর নৈহাটী ইউপি সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. মোস্তফা কামাল ও রূপসা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু।

তেরখাদা : জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, জেলা আওয়ামী লীগের উপ-সম্পাদক শেখ শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সদস্য মোস্তাফিজুর রহমান কালু, তেরখাদা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম ওহিদুজ্জামান, মো. বাদশা মোল্লা।

দিঘলিয়া : উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান খান নজরুল ইসলাম, জেলা আওয়ামী সদস্য মো. হায়দার আলী মোড়ল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জাকির হোসেন, জেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম।

বটিয়াঘাটা : জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নব কুমার চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিমাই চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান খান আশরাফুল ইসলাম।

ফুলতলা : জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বি এম সালাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আকরাম হোসেন, খানজাহান আলী থানা আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন।

ডুমুরিয়া : জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রয়াত গাজী হাদি উজ্জামানের ছেলে গাজী এজাজ, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক নজিবুল হক নাজু ও আওয়ামী লীগ নেতা ইলিয়াস আহমেদ।

পাইকগাছা : সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. নূরুল হকের ছেলে শেখ মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী, পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব রশিদুজ্জামান মোড়ল।

কয়রা : উপজেলা আওয়ামী লীগ সভাপতি মহসীন রেজা, কয়রা উপজেলা যুবলীগের সভাপতি এস এম শফিকুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটি নেতা মাহমুদ হোসেন।

দাকোপ : উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. আবুল হোসেন একমাত্র প্রার্থী।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ বলেন, জেলার ৯টি উপজেলায় প্রাথমিকভাবে যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। এ ছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা উপজেলা পর্যায়ে প্রাথমিকভাবে যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার কেন্দ্রে পাঠানো হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড যাদের দলীয় প্রতীক দেবেন তারাই দলের একক প্রার্থী হয়ে নির্বাচন করবেন।



রাইজিংবিডি/খুলনা/০৬ ফেব্রুয়ারি ২০১৯/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়