ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বইমেলায় প্রবন্ধগ্রন্থ ‘বঙ্গবন্ধু বাংলাদেশ ও শেখ হাসিনা’

তাপস রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২০, ১১ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় প্রবন্ধগ্রন্থ ‘বঙ্গবন্ধু বাংলাদেশ ও শেখ হাসিনা’

সাহিত্য ডেস্ক: অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে ড. মোহাম্মদ হাসান খানের প্রথম গ্রন্থ ‘বঙ্গবন্ধু বাংলাদেশ ও শেখ হাসিনা’। প্রবন্ধগ্রন্থটি প্রকাশ করেছে চৈতন্য। প্রচ্ছদ করেছেন তৌহিন হাসান।

ড. হাসান খান বলেন, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি বলে তাদের সম্পর্কে যতটুকু সম্ভব  লিখতে চেষ্টা করি। তাই আমার লেখার বিষয়বস্তুর সবটুকুজুড়ে আছে রাজনীতি। স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে আমি সবসময় আমার লেখায় বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের জন্যে বঙ্গবন্ধু, গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগের অবিস্মরণীয় অবদানকে পাঠকের সামনে তুলে ধরতে চেষ্টা করেছি। সেই চেষ্টার সফলতা-ব্যর্থতা বিচারের ভার পাঠক, আলোচক ও সমালোচকদের হাতে রইলো।

১০৪ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা।




রাইজিংবিডি/ঢাকা/১১ ফেব্রুয়ারি ২০১৯/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়