ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের ব্যাপক বিকাশ হয়েছে

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৩, ১১ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের ব্যাপক বিকাশ হয়েছে

সচিবালয় প্রতিবেদক : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের ব্যাপক বিকাশ হয়েছে। পাশাপাশি এসব চ্যানেল পরিচালনায় তৈরি হয়েছে নানা জটিলতা।

সোমবার সচিবালয়ে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন কোম্পানি ওনার্স-এটকোর বৈঠকের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিদেশি চ্যানেলগুলো বাংলাদেশে আইন বহির্ভূতভাবে বিজ্ঞাপন প্রচার করছে। বিদেশ থেকে অনেক বিজ্ঞাপন তৈরি করে এনে তা এদেশে প্রচার করা হচ্ছে। নানা কারণে টেলিভিশনে উপার্জন করে তা থেকে ব্যয় করার ক্ষেত্রে অনেক জটিলতা তৈরি হয়েছে এবং ভর্তুকি দিতে হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘গণমাধ্যম রাষ্ট্রের চুতুর্থ স্তম্ভ। রাষ্ট্রে টেলিভিশনের গুরুত্ব ও দায়িত্ব দুটোই অপরিসীম। এমন কোনো মানুষ নেই যারা বাড়িতে টেলিভিশন আছে কিন্তু টেলিভিশনের সামনে বসে না। টেলিভিশন আমাদের দেশে বিনোদন যেমন দিচ্ছে, সংবাদ পরিবেশন করছে, অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করছে তেমনি সমাজের চিত্র পরিস্ফুটনের ক্ষেত্রে এবং দায়িত্বশীলদের সমালোচনা করার ক্ষেত্রে এসব চ্যানেল অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

মন্ত্রী বলেন, ‘আজকের বৈঠকে আমরা টেলিভিশন চ্যানেলগুলোর পরিচালনায় সমস্যা নিয়ে আলোচনা করবো। দেশের উন্নয়নে টেলিভিশন চ্যানেলগুলো কীভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে তা নিয়েও আজ আলোচনা হবে। সমাজের মনন তৈরি হওয়ার ক্ষেত্রে টেলিভিশনগুলো কীভাবে কাজ করতে পারে তা নিয়েও টেলিভিশন মালিকদের সঙ্গে আলাপ করা হবে।’

বৈঠকে উপস্থিত আছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ আরো অনেকে। 



রাইজিংবিডি/ঢাকা/১১ মার্চ ২০১৯/আসাদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়