ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ইতিবাচক সাংবাদিকতার অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৩, ২৬ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইতিবাচক সাংবাদিকতার অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার

সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে শুক্রবার মিরপুরে অবস্থিত রাইজিংবিডির নিজস্ব কার্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠানে অতিথিরা (ছবি : নাসিম, ইয়ামিন)

নিজস্ব প্রতিবেদক : তাৎক্ষণিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দেশে গত কয়েক বছরে অনলাইন সাংবাদিকতার অগ্রযাত্রা।  এই ধারায় বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করতে পেরেছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।  দেশের ইতিবাচক সাংবাদিকতার বাহন সংবাদমাধ্যমটি পা রাখলো সাফল্যের সপ্তম বর্ষে।

বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার মিরপুর-১ এ অবস্থিত রাইজিংবিডির নিজস্ব কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা ১১টায় কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়।  সম্পাদক মো. নওশের আলীকে সঙ্গে নিয়ে কেক কাটেন রাইজিংবিডি ডটকমের প্রকাশক এস এম জাহিদ হাসান।

এ সময় উপস্থিত ছিলেন রাইজিংবিডির প্রতিষ্ঠাতা সম্পাদক উদয় হাকিম, মনিটরিং উপদেষ্টা ফিরোজ আলম, প্রধান বার্তা সম্পাদক খান মো. শাহনেওয়াজ, রাইজিংবিডির প্রধান প্রতিবেদক হাসান মাহামুদ, আইটি বিভাগের প্রধান জাকির হোসেনসহ রাইজিংবিডি, ওয়ালটন ও মার্সেল পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকাশক এস এম জাহিদ হাসান বলেন, ‘রাইজিংবিডি সাফল্যের সাথে সপ্তম বর্ষে পা রাখলো। এটি আমাদের জন্য গর্বের।  একইসঙ্গে চ্যালেঞ্জেরও।  কারণ একটি প্রতিষ্ঠিত গণমাধ্যমের প্রতি গণমানুষের চাওয়া-পাওয়াও বেড়ে যায়।’

তিনি বলেন, ‘আমরা শিগগিরই অনলাইন স্ট্রিমিংয়ে যাব।  রাইজিংবিডি ডটকমের নিজস্ব ভবন নির্মাণ হয়েছে, নিজস্ব স্টুডিও নির্মাণ করা হবে।  তখন আমাদের চ্যালেঞ্জ আরো বাড়বে, আওতা বাড়বে, দায়িত্ববোধও আরো বেড়ে যাবে। ’
 


রাইজিংবিডির প্রকাশক আরো বলেন, ‘শুরু থেকেই আমাদের লক্ষ্য-উদ্দেশ্য হচ্ছে বস্তুনিষ্ট ও পজিটিভ সাংবাদিকতার মধ্য দিয়ে সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে অবদান রাখা।  আমরা সবসময় ইতিবাচক সংবাদ পরিবেশনের মানসিকতা নিয়ে কাজ করি। পাশাপাশি ঘটনার পেছনের ঘটনা জানার চেষ্টায় থাকতে হবে।  তাহলে সাফল্যের চূড়ান্ত শিখরে আরোহন করা সম্ভব হবে।’

জন্মদিনের এই শুভক্ষণে তিনি রাইজিংবিডি পরিবারের সব সদস্য, পাঠক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা জানান।

সম্পাদক মো. নওশের আলী তার বক্তব্যে বলেন, ‘রাইজিংবিডি সবসময়ই সুস্থ প্রতিযোগিতাকে স্বাগত জানায় এবং এই প্রতিযোগিতার মধ্যে থেকে নিজেকে পরিশীলিত করার চেষ্টা করে।  এই অবস্থানে রাইজিংবিডি কখনো কারো প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী। রাইজিংবিডির লক্ষ্যই পেশাটাকে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করা। ’

তিনি বলেন, ‘আমরা কোনো ঘটনা ঘটলেও সাথে সাথে তা নিউজ আকারে প্রকাশ করি না।  আমরা ঘটনার নির্ভুলতা যাচাই করাকে বেশি প্রাধান্য দেই।  অনলাইনের চলমান ধারার সাথে আমরা নিজেদের বৈশিষ্ট্য বজায় রেখেই কাজ করে যাচ্ছি। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। ’

উদয় হাকিম তার বক্তব্যে বলেন, ‘রাইজিংবিডি আজ সপ্তম বছরে পা রাখলো।  এটি হতে পারে আমাদের লাকি সেভেন ইয়ার। এই বছরের জন্য আমাদের নির্দিষ্ট পরিকল্পনা করে কাজ করে যেতে হবে। ’

তিনি বলেন, ‘এখন তথ্যপ্রযুক্তির যুগ।  অনলাইন সংবাদমাধ্যমের ওপর মানুষের চাওয়া-পাওয়া বেশি। তাই আমাদের আরো বেশি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে।  চলমান ইস্যুগুলো দ্রুততম সময়ে কাভার করার পর আমাদের লক্ষ্য থাকতে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির প্রতি, বিষয়ভিত্তিক বিশেষ প্রতিবেদন তৈরির প্রতি। ’

উদয় হাকিম বলেন, ‘এখন সবাই তাৎক্ষণিক সংবাদ পড়তে চায়।  তাই আমাদের টাইম-কাউন্টিং হিসেবে কাজ করে যেতে হবে। ’
 


গত কয়েক বছরে বাংলাদেশে বেড়েছে গণমাধ্যম।  প্রযুক্তির প্রভাবে পরিবর্তন এসেছে সংবাদ পরিবেশনেও।  তবে দ্রুত ও সঠিক তথ্য নিয়ে সংবাদ প্রকাশে এগিয়ে রয়েছে রাইজিংবিডি।  আস্থাও অর্জন করেছে।  যে কারণে নিজের অবস্থান তৈরি করতে পেরেছে পোর্টালটি।  ‘প্রতি মুহূর্তের খবর’ এই স্লোগান ধারণ করে এগিয়ে চলেছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালটি।  এবার তার অগ্রযাত্রায় আরেকটি ধাপ যুক্ত হলো।  প্রভাবশালী ও প্রতিনিধিত্বশীল গণমাধ্যম হিসেবে সাফল্যের সপ্তম বর্ষে পদার্পণ করলো রাইজিংবিডি।

নিউজ পোর্টালটি শুধু সংবাদ পরিবেশন করেই দায়িত্ব শেষ করে না, পজিটিভ জার্নালিজমের মাধ্যমে সমাজ উন্নয়নে নানা ধরনের ভূমিকা রেখে চলেছে। পজিটিভ নিউজের স্লোগান নিয়ে এই অনলাইন নিউজ পোর্টালটির যাত্রা শুরু ২০১৩ সালের আজকের দিনে (২৬ এপ্রিল)। এরই মধ্যে বাংলাদেশের শীর্ষ অনলাইন মিডিয়াগুলোর মধ্যে রাইজিংবিডি অন্যতম একটি গণমাধ্যম হিসেবে নিজের অবস্থান তৈরি করতে পেরেছে।  রাইজিংবিডি বর্তমানে অগ্রসর পাঠকের পোর্টাল।

সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে অতিথিরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাইজিংবিডি পরিবারকে। এ ছাড়া, প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা শুভেচ্ছা জানিয়েছেন।

আরো পড়ুন

>>

>>

>>

>>

>>

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৯/হাসান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়