ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘মাশরাফির বোলিং দেখে মনে হয়নি অনেক দিন পর খেলছে’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ১৮ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মাশরাফির বোলিং দেখে মনে হয়নি অনেক দিন পর খেলছে’

ডাবল সেঞ্চুরি করে ফেরা এনামুল হক বিজয়কে অভিনন্দন জানাচ্ছেন খুলনার কোচ এমদাদুল বাশার ও মাশরাফি বিন মুর্তজা। পরে বল হাতে মাশরাফি ১০ বলের মধ্যে নিয়েছেন ৩ উইকেট। ছবি: মিলটন আহমেদ

ক্রীড়া প্রতিবেদক : ‘দুর্দান্ত বোলিং করেছে। বিশেষ করে দ্বিতীয় ইনিংসের শুরুতে অসাধারণ একটা স্পেল করেছে। ওর বল কোনো ব্যাটসম্যান বুঝতেও পারছিল না। চোখের পলকে দ্রুত ৩ উইকেট নিল। এক কথায় অসাধারণ’- মাশরাফি বিন মুর্তজার বোলিং নিয়ে কথাগুলো বলছিলেন খুলনা বিভাগের কোচ কাজী এমদাদুল বাশার রিপন।

সাদা পোশাকে লাল বল হাতে দৌড়াচ্ছেন মাশরাফি; চিত্রকরদের জন্য এ যেন এক আরাধ্য ক্যানভাস। দীর্ঘ সময় পর চিত্রকর তুলির আঁচর দেওয়ার সুযোগ পেলেন। ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লিগ দিয়ে তিন বছর পর সাদা পোশাকে দেখা মিলল মাশরাফির। নিজ মাঠে খুলনার হয়ে রংপুরের বিপক্ষে খেলতে নেমে প্রথম ইনিংসে মাশরাফির বোলিং ফিগার ছিল ১৪.৩-২-৬১-১। প্রথম দিন করেছিলেন ১৩ ওভার। কোনো উইকেট ছিল না। দ্বিতীয় দিনে সোহরাওয়ার্দী শুভর উইকেট দিয়ে খাতা খোলেন।

শেষ দিনে দ্বিতীয় ইনিংসে মাশরাফি ফিরে পান নিজেকে। স্বরূপে ফিরে নড়াইল এক্সপ্রেস হয়ে ওঠেন খুলনার ট্রাম্পকার্ড। নিজের মাত্র ১০ বলের মধ্যে ৩ উইকেট নিয়ে রংপুরের টপ অর্ডার ধসিয়ে দেন। ম্যাচ ড্র হলেও শেখ আবু নাসের স্টেডিয়ামজুড়ে মাশরাফির বোলিং মুগ্ধতা ছড়িয়েছিল। ম্যাচ অনুশীলনের তাড়নায় নিজ থেকে জাতীয় লিগে খেলার সিদ্ধান্ত নেন মাশরাফি। ম্যাচে বোলিং করে অনুশীলনের কাজটা করতে চেয়েছেন। কোচের মতে, মাশরাফি যে পরিকল্পনায়, উদ্দেশ্যে এসেছিলেন, সেটার ষোলকলা পূর্ণ হয়েছে।



‘ওর লাইন লেংথ কিংবা অন্য কিছু নিয়ে কোনো সমস্যা নেই। প্রথম ইনিংসে এক-দুই ওভার এদিক-সেদিক ছিল। দীর্ঘদিন পর লাল বলে বোলিং করছে বলে এটা হতেই পারে। কিন্তু সময় যাওয়ার সাথে সাথে ও পুরোপুরি নিজের ট্র্যাকে। নিজের কমফোর্ট জোনে চলে আসার পর মনে হয়নি যে অনেক দিন পর লাল বলে বোলিং করছে’- বলেছেন এমদাদুল বাশার রিপন।

জাতীয় লিগের প্রথম রাউন্ডে মাশরাফি ছিলেন চেনা ছন্দে। মাঠে খেলাটা উপভোগ করেছেন বলে ২২ সেপ্টেম্বর থেকে  শুরু হতে হওয়া দ্বিতীয় রাউন্ডে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। কোচ বলেছেন, ‘মাশরাফি নিজ থেকেই বলেছে যে, সামনের ম্যাচটি ও খেলবে। ম্যাচের মধ্যে থাকতে চাচ্ছে। অনেক দিন পর প্রথম শ্রেণির ম্যাচ খেলেছে বলে উপভোগ করেছে বেশি। বেশ গরম ছিল তবুও দারুণ করেছে।  প্রথম দিন ১৩ ওভার বোলিং করেছে। টানা পাঁচ ওভার করেছে। দ্বিতীয় স্পেলে গিয়ে আবার দুই-তিন ওভার। ফ্ল্যাট উইকেটে এভাবে বোলিং করা কঠিন। সব মিলিয়ে বলব যে, অসাধারণ করেছে মাশরাফি।’

মাশরাফির মুগ্ধতায় হয়ত কিছুটা হলেও আড়াল হয়েছে এনামুল হক বিজয়ের কীর্তি। প্রথমবারের মতো ডানহাতি এই ব্যাটসম্যান করেছেন ডাবল সেঞ্চুরি (২১৬)। কিন্তু কোচের চোখের আড়াল হয়নি তার ব্যাটিং। তাইতো বিজয়ের ব্যাটিং নিয়ে প্রশ্ন করতেই কথার ঝাঁপি খুললেন কোচ, ‘দীর্ঘদিন ধরে আমি খুলনার দলটির সঙ্গে কাজ করছি। বিজয়কেও দেখছি দীর্ঘদিন ধরে। ও যখন ২০১২ সালে ১৯৩ করল, তখনো আমি এ দলটির সঙ্গে কাজ করি। এরপর অনেকগুলো একশ করেছে, অনেকগুলো ভালো ইনিংস খেলেছে। কিন্তু এবারের মতো ইনিংস ও কখনোই খেলেনি। আমার দেখা ওর সেরা ইনিংস এটি। সবথেকে বড় কথা পুরো ইনিংসে একটি বাজে শটও ও খেলেনি। টেম্পারমেন্ট অসাধারণ ছিল। ধৈর্য ধরে ব্যাটিং করে গেছে। এটা বেশ ভালো লেগেছে।’



রাইজিংবিডি/ঢাকা/১৮ সেপ্টেম্বর ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়