ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ধারাবাহিকতা ধরে রাখতে চান বিজয়

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ১৮ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ধারাবাহিকতা ধরে রাখতে চান বিজয়

ডাবল সেঞ্চুরির পর এনামুল হক বিজয়। ছবি: মিলটন আহমেদ

আব্দুল্লাহ এম রুবেল : প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরি করেছেন বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা ওপেনার এনামুল হক বিজয়। ২০১৫ বিশ্বকাপে খেলার সময় চোটে পড়েন, এরপর আর জাতীয় দলে ফেরা হয়নি। তবে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন বারবার। ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লিগে ডাবল সেঞ্চুরি করে প্রমাণ করলেন আরেকবার।

টানা তিন দিন ব্যাট হাতে নামতে হয়েছে। টানা ব্যাট করার পরও অবসন্ন মনে হয়নি তাকে। এজন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে বলে জানিয়েছেন বিজয়। প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরি করতে পেরে অন্যরকম ভালোলাগা কাজ করছে বলেও জানান তিনি। খুলনার হয়ে পরের ম্যাচগুলোতেও এ পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চান প্রথম ম্যাচের সেরা খেলোয়াড় বিজয়।

সোমবার ম্যাচ শেষে সাংবাদিকদের এনামুল হক বিজয় বলেন, ‘রান করাটা অভ্যাসে পরিণত করতে হবে, সেটাই করার চেষ্টা করেছি। লংগার ভার্সন ম্যাচ এমনিতেই আমার খুব প্রিয়। এ ফরম্যাটে খেলতে পারলে নিজেকে প্রমাণ করার সুযোগ থাকে বেশি। সর্বশেষ এইচপি টিমে ফিটনেস নিয়ে প্রচুর কাজ করেছি। সেটাই এখানে কাজে দিয়েছে। প্রচন্ড রোদে খেলা, আবার বৃষ্টিতে খেলা বন্ধ থাকার পর শুরু করা, এটা একটু ডিস্টার্বিং ছিল, তবে মানসিকভাবে খুবই শক্ত ছিলাম। এজন্য পেরেছি।’



এই ম্যাচে তার জন্য মাশরাফি বড় অনুপ্রেরণা ছিলেন বলে জানালেন ৪টি টেস্ট খেলা বিজয়, ‘মাশরাফি ভাই সব সময়েই তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা দিয়ে কথা বলেন। উনি না খেললেও ড্রেসিং রুমে থাকাটাও আলাদা একটা অনুপ্রেরণা। মাশরাফি ভাইয়ের মতো একজন নেতা আমাকে উইশ করলে সেটা অন্যরকম ভালো লাগে। তিনি আমাকে উইশ করেছেন, বলেছেন এটাকে ক্যারি করবি।’

জাতীয় লিগে পরের ম্যাচগুলোতেও পারফরম্যান্সের ধারবাহিকতা ধরে রাখতে চান ২৪ বছর বয়সি এই ব্যাটসম্যান, ‘লম্বা সময় ব্যাট করার অভ্যাসটা ধরে রাখতে পারলেই ভালো কিছু করা সম্ভব। চেষ্টা থাকবে, যেভাবে এ ইনিংসটা খেলেছি, পুরো মৌসুমে সেটার ধারবাহিকতা ধরে রাখার।’

খুলনা জাতীয় লিগের গত দুই মৌসুমের চ্যাম্পিয়ন। এবারও তাদের লক্ষ্য শিরোপা ধরে রাখা। এমন একটি দলে খেলতে পেরে নিজেকে ভাগ্যবান ভাবছেন বিজয়, ‘খুলনা সব সময়ই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলে। আমি খুব ভাগ্যবান যে, এমন একটা দলে খেলতে পারছি। এ দলে মাশরাফি, রাজ্জাক ভাইয়ের মতো নেতা আছে। রিপন স্যার, মনু স্যারের মতো কোচ আছেন, যারা সব সময়ই জিততে চায়। আশা করি, পরের ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে ওপরে উঠতে পারব।’




রাইজিংবিডি/খুলনা/১৮ সেপ্টেম্বর ২০১৭/আব্দুল্লাহ এম রুবেল/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়