ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রাজধানীর বিনোদনকেন্দ্রে উপচে পড়া ভিড়

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৬, ২৮ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীর বিনোদনকেন্দ্রে উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক : ঈদুল ফিতরের তৃতীয় দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে সব বয়সি মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।

বুধবার রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরে দেখা যায়, কেউ পরিবারের সদস্যদের নিয়ে, আবার কেউ বন্ধু-বান্ধব নিয়ে ছুটেছেন নগরীর বিনোদন ও দর্শনীয় স্থানগুলোতে।

ঈদের তৃতীয় দিনে সরকারি-বেসরকারি অফিস খুললেও এখনো কর্মচাঞ্চল্য ফেরেনি। অনেক কর্মকর্তা-কর্মচারী ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরেননি। ফলে রাজধানী এখনো প্রায় ফাঁকা।

বিনোদন কেন্দ্র ও দর্শনীয় স্থানে ঘুরতে যারা এসেছেন, তারা বলছেন, ঈদের দিন বা এর পরের দিন আত্মীয়-স্বজনদের বাসায় ঘুরতে যাওয়া বা বাসায় স্বজনদের বেড়াতে আসার কারণে দুই দিন ঘুরতে বের হতে পারেননি। এজন্য পরিবার বা বন্ধুদের নিয়ে ঈদের তৃতীয় দিন ঘুরতে বের হয়েছেন।

 


অন্যদিকে কেউ কেউ বলছেন, যানজট না থাকায় বিভিন্ন স্থানে তাদের ঘুরে বেড়াতে সময় কম লাগছে। এজন্য ঈদের ছুটিতে প্রতিদিনই দিনের একটি সময়ে পরিবার বা স্বজনদের নিয়ে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন।

মোহাম্মদপুর থেকে শাহবাগ জাতীয় জাদুঘরে পরিবারের আট সদস্য নিয়ে বেড়াতে এসেছেন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা সামিউল হাসান। তিনি বলেন, ঈদের দিন ও পরের দিন ব্যস্ততার কারণে পরিবারের সদস্যদের নিয়ে বাইরে বেড়াতে পরিনি। আজ সুযোগ হলো তাই সবাইকে নিয়ে বেড়াতে আসা। জাদুঘর দেখার পর, পরিবারের শিশুদের নিয়ে জাতীয় শিশু পার্কে যাব। সময় পেলে লালবাগ কেল্লায় যাওয়ার ইচ্ছা আছে।

শিশু পার্কে মেয়ে মীমকে নিয়ে এসেছেন মা তাসমিনা তুলি। তিনি জানান, প্রতিদিনই ঘুরছি। আগের দুই দিন অন্যান্য জায়গায় ঘুরেছি। আজ মেয়েকে শিশু পার্কে নিয়ে আসলাম। সে খুব উপভোগ করেছ।

লালবাগ কেল্লায় বন্ধুদের নিয়ে ঘুরতে আসা শোভন জানান, প্রথম দুই দিন কোথাও বেড়াতে পরিনি। পরিবারে আত্মীয়-স্বজনরা ঘুরতে এসেছিলেন। তাদের নিয়ে বেশি ব্যস্ত ছিলাম। আজ বন্ধুদের নিয়ে ঘুরতে বের হলাম।  

 


বুধবার রাজধানীর রমনা পার্ক, চন্দ্রিমা উদ্যান, ধানমন্ডি লেক, চিড়িয়াখানা, হাতিরঝিল, বঙ্গবন্ধু নভোথিয়েটার, আহসান মঞ্জিল, লালবাগ কেল্লায় উপচে পড়া ভিড় দেখা গেছে।

এদিকে, রাজধানীর সিনেমা হলগুলোতেও বিনোদনপ্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। প্রিয় তারকার ছবি দেখতে হলে সিনেমাপ্রেমীদের লম্বা লাইন দিয়ে টিকিট কিনতে দেখা গেছে। বিশেষ করে, সিনেপ্লেক্সের ক্ষেত্রে অনেকে অগ্রিম টিকিট কিনে রেখেছিলেন।

স্টার সিনেপ্লেক্সে ছবি দেখতে যাওয়া জুবায়ের আহমেদ রানা বলেন, প্রতি বছর ঈদের সবকটি বাংলা ছবি দেখি। এবারও দেখছি। তিনটি বাংলা ছবি মুক্তি পেয়েছে। এগুলোর মধ্যে একটি দেখা হয়েছে। বাকিগুলো সময়মতো টিকিট না পাওয়ায় দেখা হয়নি। আজ একটার টিকিট পেলাম। কাল বা পরশু অন্যটিও দেখা হবে।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ জুন ২০১৭/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়