ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নারী ও শিশুর নিরাপত্তায় ডিসিদের সতর্ক থাকার আহ্বান

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ২৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নারী ও শিশুর নিরাপত্তায় ডিসিদের সতর্ক থাকার আহ্বান

সচিবালয় প্রতিবেদক : নারী ও শিশুর প্রতি যেন কোনো সহিংসতা না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

বুধবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের চতুর্থ অধিবেশনে এ আহ্বান তিনি। অধিবেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

মেহের আফরোজ চুমকি বলেন, ‘নারী ও শিশুর প্রতি যেন কোনো সহিংসতা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সহিংসতা হলে অপরাধী যেন কোনোভাবেই পার না পায় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।’

জেলা প্রশাসকদের উদ্দেশে তিনি বলেন, ‘কখন, কোথায়, কোন ঘটনা ঘটবে তা জানা সবার পক্ষে সম্ভব না। তবে সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের যে কয়টি চ্যালেঞ্জ আছে তার মধ্যে বাল্যবিবাহ উল্লেখযোগ্য। এ বিষয়ে আমরা সর্বশেষ যে প্রতিবেদন পেয়েছি, তাতে বাল্যবিবাহ অনেক কমেছে বলে জানা গেছে, যা আশার বিষয়। সিলেটে বাল্যবিবাহ কমেছে, এজন্য সিলেটের ডিসিকে ধন্যবাদ। অন্যদের এ বিষয়ে আরো বেশি সক্রিয় হতে বলছি।’

তিনি আরো বলেন, ‘বাল্যবিবাহ বন্ধ করাই আমাদের মূল কাজ না। কী কারণে অভিভাবকরা তাদের সন্তানদের বাল্যবিবাহ দিচ্ছেন তা জানতে হবে এবং সে সমস্যা সমাধান করতে হবে। যতক্ষণ পর্যন্ত ওই সমস্যা সমাধান করা যাবে না, ততক্ষণ পর্যন্ত লুকিয়ে বাল্যবিবাহ হবেই। আমরা শুধু বাল্যবিবাহ বন্ধ করেই বাহবা নেব না, কেন বাল্যবিবাহ হচ্ছে, তার সমাধান করতে হবে। এসব বিষয়ে নির্দেশনা দিয়েছি।’



রাইজিংবিডি/ঢাকা/২৬ জুলাই ২০১৭/আসাদ/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়